পুলিশ জানিয়েছেন, কুখ্যাত দুষ্কৃতী টোটোন বিশ্বাসের ডেরা ছিল রবীন্দ্রনগর। গত ২৬ জানুয়ারী রবীন্দ্রনগরে টোটোনের বাড়ির কাছে একটি স্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। এর পর থেকেই পুলিশি তৎপরতা বেড়েছে। এক পুলিশ কর্তা জানান, মদের ঠেকে অপরাধীদের আনাগোনা থাকে। অপরাধের মানসিকতাও তৈরি হয় এই ধরনের মদের ঠেক থেকে। তাই যেখানেই লুকিয়ে চুরিয়ে মদ বিক্রি হয় বা মদের ঠেক চলে সেখানে অভিযান চালানো হচ্ছে চন্দননগর পুলিশের পক্ষ থেকে।
উল্লেখ্য, গত মাসেই হাওড়া জেলার নাজিরগঞ্জে বেআইনি মদ ও জুয়ার প্রতিবাদ করতে গিয়ে বছর ৪২-এর রবি রাই নামে এক যুবক খুন হন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ শত্রুঘ্ন রজক ও শিবা ছেত্রী নামে দুই যুবককে গ্রেফতার করে। এই ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। একাধিক জেলায় বেআইনি মদ ও জুয়ার ঠেক উচ্ছেদে তৎপর হয় জেলা প্রশাসন। বেআইনি মদের ঠেক অবিলম্বে উচ্ছেদের ব্যাপারে নির্দেশ দেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। রাজ্যের আবগারি দফতরকেও জেলায় জেলায় বেআইনি মদের সব কারবার বন্ধ করার দেওয়ার পরামর্শ দিলেন মন্ত্রী। মন্ত্রীর নির্দেশের পরেই জেলায় জেলায় শুরু হয়েছে বেআইনি মদের ঠেক উচ্ছেদ অভিযান। আগামী দিনেও এই অভিযান চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে চুঁচুড়া পুলিশ।