Kartik Aaryan: উদয়পুরে জমে ক্ষীর সারা-কার্তিক প্রেম! – kartik aaryan and sara ali khan spotted together in a udaypur hotel goes viral on internet


Embed

মঙ্গলবারই সারা আলি খানকে দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরে। মঙ্গলবারই সারা তাঁর ইনস্টা স্টোরিতে সারা আলি খান (Sara Ali Khan) উদয়পুরের ছবি পোস্ট করেছিলেন। আর বুধবার কার্তিক (Kartik Aaryan) তাঁর ইনস্টা স্টোরিতে উদয়পুরের (Udaypur) হোটেলের ছবি পোস্ট করলেন। জানিয়ে দিলেন তিনি সেখানেই আছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও ঘোরাঘুরি করছে যেখানে দেখা যাচ্ছে মুখোমুখি সারা-কার্তিক। নেটপাড়ার এখন একটাই প্রশ্ন… তাহলে কি সব অভিমান মুছে গেল? ফের একবার কাছাকাছি চলে এসেছেন সারা কার্তিক? নাকি ফের একবার কোনও ছবিতে দেখা যাবে এই জুটিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *