SSC Scam In Bengal : উচ্চ প্রাথমিকে ৯ বছর পরেও শিক্ষক নিয়োগে সংশয় কাটেনি – ssc scam in west bengal upper primary job aspirants did not get call for interview


এই সময়: ইন্টারভিউয়ে একবার বসা উচ্চ প্রাথমিকের বঞ্চিত চাকরিপ্রার্থীরা আদালতের নির্দেশে ১৭ ফেব্রুয়ারি মিছিলের অনুমতি পেতেই দু’বার ইন্টারভিউয়ে বসা উচ্চ প্রাথমিকের প্রার্থীরা ফের সরব হয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০২০ সালের ১১ ডিসেম্বর বাতিল প্যানেল তৈরির সময়ে ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীরা ইন্টারভিউয়ে ডাক পেয়েছিলেন। যদিও আদালতের নির্দেশে ২০২১ সালের জানুয়ারিতে শুরু হওয়া নতুন করে নথি যাচাই থেকে দ্বিতীয় দফার ইন্টারভিউয়ে তাঁরা আর ডাকই পাননি। তবে দু’বারই ইন্টারভিউয়ে ডাক পাওয়া পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চর তরফে আন্দোলনকারী সুশান্ত ঘোষের দাবি, ‘আমরা উভয়সঙ্কটে পড়েছি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত বছরের ৩০ সেপ্টেম্বর নির্দেশ দিয়েছিল, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আদালতে মেধা তালিকা জমা করতে হবে। অথচ তিন মাস হতে চলল, স্কুল সার্ভিস কমিশন এখনও মেধা তালিকাই প্রকাশ করেনি।’ দ্বিতীয় বার ইন্টারভিউয়ে বসা প্রার্থীরা গত বছরের ২৭ ডিসেম্বর ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। এ বছর ৫ জানুয়ারি কোর্টে শুনানির জন্য উল্লেখ করা হলেও এখনও পর্যন্ত মামলার শুনানি হয়নি।

West Bengal Recruitment Scam : মামলাতেও টাকার খেল? নজর ইডির
যদিও এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘দু’সপ্তাহের মধ্যে বিশদ তথ্য-সহ কমিশন হলফনামা জমা দেবে আদালতে।’ তাতে অবশ্য নিয়োগ সমস্যার সমাধান আদৌ হবে কি না, তা নিয়ে চাকরিপ্রার্থীদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে। উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী দীপাঞ্জন পোদ্দার ও পৌলমী হাজরার অভিযোগ, ২০১৫ সালের ১৬ অগস্ট উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিল। ২০১৬ সালে ১৪,৩৩৯ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অথচ ২০২৩-র ফেব্রুয়ারিতেও সেই নিয়োগ অধরা। যোগ্য প্রার্থীরা ধর্মতলায় অবস্থান-বিক্ষোভ-ধর্নায় বসেছেন। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য অনিয়ম ও অস্বচ্ছতার কারণে ২০২০ সালের ১১ ডিসেম্বর প্রথম দফার নিয়োগ প্যানেল বাতিল করে পরের বছরই ৩১ জুলাইয়ের মধ্যে ফের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখন এসএসসি আবার নতুন করে ওএমআর শিটে অসঙ্গতির কথা জানিয়েছে। নিয়োগে তাই ফের বিলম্ব।

Bratya Basu : প্রধান শিক্ষক নিয়োগ হয়নি ৭ বছর, জট কাটার আশ্বাস ব্রাত্যর
উচ্চ প্রাথমিকের বঞ্চিত চাকরিপ্রার্থীরা ইতিমধ্যে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ২২৮ দিন ধরে অবস্থান-ধর্নায় বসেছেন। তাঁদের তরফে হবিবুল্লা শেখ জানান, আগামী ১৭ ফেব্রুয়ারি, শুক্রবার দুপুর ১২টায় শিয়ালদহ থেকে মিছিল ধর্মতলা যাবে। শহিদ মিনারে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত সমাবেশ হবে। হবিবুল্লার কথায়, ‘আমাদের দাবি, ৯ বছর ধরে যেহেতু নিয়োগ হয়নি, তাই নিয়োগের গেজেট বিজ্ঞপ্তি মেনে শূন্যপদ আপডেট করে চাকরিপ্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হোক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *