Udayan Guha : ‘…হাত এমনভাবে ভাঙা হবে আর জোড়া লাগবে না’, বেলাগাম মন্তব্য উদয়নের – minister udayan guha attacked bjp from dinhata party meeting


West Bengal News : বিরোধীদের আক্রমন করতে গিয়ে ফের বেলাগাম হলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ (Minister Udayan Guha)। আগামী ১১ ফেব্রুয়ারি মাথাভাঙ্গায় (Mathabhanga) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) যে সভা রয়েছে, সেই সভার প্রস্তুতি সভা করতে গিয়েছিলেন দিনহাটা -২ (Dinhata) ব্লকের নটকোবাড়ি চৌপথিতে। সেখান থেকেই তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কোনও কর্মীর মাথা যদি ফাটে তাহলে তোমাদের হাত এমনভাবে ভাঙা হবে যে সেটা আর জোড়া লাগবে না।”

Udayan Guha: ‘টাকা কি বাবার…? ভোট চাইতে এলে ঝাঁটা দেখান’, ফের বেলাগাম উদয়ন
এদিন BJP সহ বিরোধীদের এই ভাষাতেই হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী। শাসকদলের মন্ত্রীর এই হুমকি ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কিছুদিন আগেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Minister Udayan Guha) ভোট চাইতে আসলে BJP-কে ঝাটা দেখানোর নিদান দিয়েছিলেন। কখনো আবার পৃথক রাজ্যের দাবিদারদের হাটু ভাঙার নিদান দিয়েছিলেন।

Udayan Guha: ‘… একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবী মিলে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে’, বিস্ফোরক উদয়ন
এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। নিজের দলের কর্মীদেরও ‘নারায়ণী ভান্ডার’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মন্ত্রী। যা নিয়ে দলের অন্দরে সমালোচনা হয়েছিল। এরইমধ্যে আগামী ১১ ফেব্রুয়ারী মাথাভাঙায় (Mathabhanga) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা আছে। সেই সভার প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী উদয়ন গুহ হুমকি দেন, তৃণমূলের কোনও কর্মীর মাথা ফাটাতে বা হাত ভাঙতে এলে বিরোধীরা যেন ৫০ বার ভাবে। সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “যারা মমতা ব্যানার্জির উন্নয়ন চোখে দেখতে পারেন না তাদের চোখে ছানি পড়েছে। আর সেই ছানি কাটাতে হলে টয়লেটে পরিস্কার করার হারপিক ব্যবহার করতে হবে। তাহলে ছানি পরিস্কার হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চোখে দেখতে পাবেন।”

Udayan Guha: আচমকা অসুস্থ উদয়ন গুহ? চিকিৎসা করাতে উত্তরবঙ্গ মেডিক্যালে মন্ত্রী
উল্লেখ্য, গতকাল বুধবারই রাজ্যের প্রধান বিরোধী দল BJP-কে বাংলা ভাগ নিয়ে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছিলেন উদয়ন গুহ। তিনি জানান, “রক্ত ঝরলেও বাংলা ভাগ রুখব আমরা। এতে উত্তরের লোকসভা আসনের ৮টি হারালেও বাংলা ভাগ হতে দেব না।” তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গের জন্য আলাদা এবং ত্রিপুরার জন্য অন্য চিন্তাধারা কেন? বাংলা BJP-র প্রধান সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, BJP-র জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং জন বার্লাকে ৪৮ ঘন্টার মধ্যে এই বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। বাংলা ভাগ নিয়ে রাজ্যে অশান্তি ছড়াতে চাইছে বিজেপি। তারা এই ইস্যু নিয়ে নির্বাচনে লড়তে চাইছে। তবে আমাদের কাছে নির্বাচনই সব নয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *