Cooch Behar News : পরিবেশ রক্ষা কতটা গুরুত্বপূর্ণ? মানুষকে বোঝাতে সাইকেল নিয়ে পরিক্রমায় অসমের ৫ কলেজ পড়ুয়া – assam five college student set out for cycle journey for nature loving awareness


West Bengal News : যে পরিবেশের কোলেই আমরা লালিত-পালিত হচ্ছি, তাকে বাঁচিয়ে রাখা এবং তার উপাদানকে দূষিত না করার অঙ্গীকার নিতে হবে সকলকেই। এই বার্তা নিয়ে সাইকেল ভ্রমণে বেরিয়ে পড়েছেন আসামের (Assam) পাঁচ কলেজ ছাত্র। কলেজ জীবনে আর পাঁচটা পড়ুয়ার মতো আড্ডা, বিনোদনে সময় ব্যয় না করে জনসাধারণের কাছে পরিবেশ সংরক্ষণ সচেতনতার বার্তা তুলে ধরতে তাঁদের এই যাত্রা। প্রতিবেশী রাজ্য আসামের (Assam) বাসিন্দা প্রতীক দাস, দেবজিত আর্য, মুকেশ আর্য, সুমন মোদক ও করন দাস। আমাদের দেশের মাটিতেই নয়, প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটানের মাটি দিয়েও তাঁদের সাইকেলের চাকা গড়াবে বলে জানালেন তাঁরা।

Blood Donation Awareness : রক্তদান নিয়ে সচেতনতার বার্তা, হেঁটে কলকাতা টু ঢাকা যাত্রা আলমগীরের
মানুষের কাছে সবুজ বাঁচানোর বার্তা পৌঁছে দিতে সাইকেল নিয়ে পরিক্রমায় বেরিয়েছেন আসামের এই পাঁচ যুবক। গত ৬ ফেব্রুয়ারি অসম থেকে রওনা হন তাঁরা। বৃহস্পতিবার সন্ধ্যায় কোচবিহারে (Cooch Behar) পৌঁছয় ওই পাঁচ জন যুবক। পাঁচজনকে রাতে থাকা, খাওয়ার ব্যবস্থা করে বিটি এবং ইভিনিং কলেজের ছাত্ররা। এরপর শুক্রবার সকালে সেই পাঁচ যুবককে মিষ্টি মুখ করিয়ে তাঁদের যাত্রার শুভ কামনা করে বিদায় দিলেন কলেজ পড়ুয়ারা।

Prevention Of Soil Erosion : ভূমিক্ষয় রোধে মানুষ সচেতন হোক, বার্তা নিয়ে সাইকেল নিয়ে ভারত ভ্রমণে সুরেন্দ্র
বিটি এবং ইভিনিং কলেজের এক ছাত্র শুভম আচার্য বলেন, “ওঁরা কোচবিহারে (Cooch Behar) আসার পর আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমরা তাঁদের পলিটেকনিক কলেজের আবাসনে থাকা, খাওয়ার বন্দোবস্ত করি। এছাড়াও তাঁদের আর যা সাহায্য প্রয়োজন ছিল, আমরা তা করার চেষ্টা করেছি। একটা মহান উদ্দেশ্য নিয়ে ওঁরা বের হয়েছে। আগামী দিনে এঁদের যাত্রা নিরাপদে হোক সেটাই আমরা চাই। আমাদের কলেজের তরফে শুভেচ্ছা রইলো।” এবার তারা শিলিগুড়ি (Siliguri), নেপাল (Nepal), ভুটান (Bhutan), দার্জিলিং হয়ে ফের অসমে ফিরে যাবেন।

Didir Suraksha Kavach : ফের ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বিক্ষোভ, কোচবিহারের তৃণমূল চেয়ারম্যান ঘিরে প্রশ্ন গ্রামবাসীদের
সাইকেল আরোহীদের মধ্যে প্রতীক দাস বলেন, “ছোটদের মধ্যে বাইক চালানোর প্রবণতা বাড়ছে। আর এর ফলে মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি পরিবেশ দূষণ ঘটছে। তাই সাইক্লিং করে সচেতনতা প্রচার করছি। এতে পরিবেশ যেমন সুস্থ থাকবে তেমনি স্বাস্থ্য ভালো থাকবে।” যাত্রাপথে একাধিক বাধার সম্মুখীন হতে হয় তাঁদের। সারাদিন সাইকেল চালানোর পর রাতে যে কোনও জায়গায় থাকার ব্যবস্থা করে নেন। এরপর সকালে উঠে পরবর্তী গন্তব্য স্থলে রওনা দেন। যাওয়ার পথে পথচলতি মানুষদের পরিবেশ সচেতনাতার বার্তা দেন। আগামী ২০-২৫ ফেব্রুয়ারী অসমে তাঁদের বাড়ি ফিরে যাবেন বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *