Dakshin Dinajpur : মেলেনি সরকারি প্রকল্পের সুবিধা, বালুরঘাটে রাস্তায় বসে বিক্ষোভ বিশেষভাবে সক্ষমদের – physically disabled people started protest at balurghat for various demands


West Bengal News : প্রতিবন্ধী (Physically Disabled) হওয়ার জন্য তাঁরা সব ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছেন। এমনকি সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। তাই এবার নিজেদের দাবি দাওয়াতে রাস্তায় নামলেন জেলার প্রতিবন্ধীরা (Physically Disabled)৷ দীর্ঘ দু’ঘন্টা ধরে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করলেন প্রতিবন্ধীরা। নূন্যতম ৩ হাজার টাকা ভাতা বৃদ্ধি, আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) ঘরের দাবি, বিদ্যুৎ বিলে ভর্তুকি দেওয়ার দাবি, শিক্ষাগত মান অনুযায়ী নিয়োগের দাবি সহ অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হলেন সারা বাংলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্যরা।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনা নিয়ে অনিয়মের অভিযোগ, ঘাটালে পঞ্চায়েত কর্মীদের ধমক কেন্দ্রীয় প্রতিনিধি দলের
শুক্রবার দুপুরে বালুরঘাট (Balurghat) শহরে মিছিল করে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা শাসকের (District Magistrate) দফতরের সামনে এসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা শাসকের (District Magistrate) কাছে ১৮ দফা দাবি সম্মেলিত পত্র তুলে দেওয়া হয়। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বড় আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন আন্দোলনকারীরা।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে! বাঁকুড়ায় পঞ্চায়েত প্রধানকে শোকজ
আন্দোলনকারী প্রতিবন্ধীদের দাবি, সকল প্রতিবন্ধীদের প্রতিবন্ধী কার্ড দিতে হবে এবং যে সমস্ত প্রতিবন্ধীরা মাসে হাজার টাকা ভাতা পান তাদের সরকারি ভাতা বৃদ্ধি করে, ন্যূনতম তিন হাজার টাকা করতে হবে। এছাড়াও আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) ঘর দেওয়া এবং চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এই বিষয়ে আরমিনা খাতুন বিবি নামের এক আন্দোলনকারী জানান, “রাজ্য সরকার প্রচুর প্রকল্পের কথা ঘোষণা করলেও আমাদের জন্য কিছু ভাবা হয়নি। এই নিয়ে ক্ষোভ জমেছে প্রতিবন্ধীদের মনে। আন্দোলনে অংশ নেওয়াদের মধ্যে কারও হাত-পা নেই, কেউ আবার দৃষ্টিশক্তি হারিয়েছেন। এই অবস্থাতেও নিজেদের অধিকার বুঝে নিতে আন্দোলনে নেমেছে সবাই।”

Pradhan Mantri Awas Yojana : নাম নেই আবাস যোজনায়, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনেই বিক্ষোভ গ্রামবাসীদের
তিনি আরও বলেন, “দাবি না মানা পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলতেই থাকবে।” এই বিষয়ে সারা বাংলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির দক্ষিন দিনাজপুর জেলা সভাপতি আপন রায় বলেন, “সরকার আমাদের দেখছে না। আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) পূর্ণাঙ্গ তালিকায় কোনও প্রতিবন্ধীর নাম নেই। সরকারের তরফে ১ হাজার টাকার মানবিক ভাতা মেলে। তবে এই নামমাত্র ভাতা দিয়ে সংসার চলে না। অবিলম্বে মানবিক ভাতা ন্যুনতম ৩ হাজার টাকা করতে হবে।” তিনি আরও বলেন, “আজকে জেলা শাসককে ১৮ দফা দাবিতে স্মারকলিপি দিলাম। আমাদের দাবিগুলি না মানা হলে আগামীদিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।” বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি প্রকল্পে বিশেষভাবে ঘর দেওয়ার কথা উল্লেখ রয়েছে। তা সত্ত্বেও তাঁরা তা পাচ্ছেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *