শুক্রবার দুপুরে বালুরঘাট (Balurghat) শহরে মিছিল করে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা শাসকের (District Magistrate) দফতরের সামনে এসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা শাসকের (District Magistrate) কাছে ১৮ দফা দাবি সম্মেলিত পত্র তুলে দেওয়া হয়। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বড় আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারী প্রতিবন্ধীদের দাবি, সকল প্রতিবন্ধীদের প্রতিবন্ধী কার্ড দিতে হবে এবং যে সমস্ত প্রতিবন্ধীরা মাসে হাজার টাকা ভাতা পান তাদের সরকারি ভাতা বৃদ্ধি করে, ন্যূনতম তিন হাজার টাকা করতে হবে। এছাড়াও আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) ঘর দেওয়া এবং চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এই বিষয়ে আরমিনা খাতুন বিবি নামের এক আন্দোলনকারী জানান, “রাজ্য সরকার প্রচুর প্রকল্পের কথা ঘোষণা করলেও আমাদের জন্য কিছু ভাবা হয়নি। এই নিয়ে ক্ষোভ জমেছে প্রতিবন্ধীদের মনে। আন্দোলনে অংশ নেওয়াদের মধ্যে কারও হাত-পা নেই, কেউ আবার দৃষ্টিশক্তি হারিয়েছেন। এই অবস্থাতেও নিজেদের অধিকার বুঝে নিতে আন্দোলনে নেমেছে সবাই।”
তিনি আরও বলেন, “দাবি না মানা পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলতেই থাকবে।” এই বিষয়ে সারা বাংলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির দক্ষিন দিনাজপুর জেলা সভাপতি আপন রায় বলেন, “সরকার আমাদের দেখছে না। আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) পূর্ণাঙ্গ তালিকায় কোনও প্রতিবন্ধীর নাম নেই। সরকারের তরফে ১ হাজার টাকার মানবিক ভাতা মেলে। তবে এই নামমাত্র ভাতা দিয়ে সংসার চলে না। অবিলম্বে মানবিক ভাতা ন্যুনতম ৩ হাজার টাকা করতে হবে।” তিনি আরও বলেন, “আজকে জেলা শাসককে ১৮ দফা দাবিতে স্মারকলিপি দিলাম। আমাদের দাবিগুলি না মানা হলে আগামীদিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।” বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি প্রকল্পে বিশেষভাবে ঘর দেওয়ার কথা উল্লেখ রয়েছে। তা সত্ত্বেও তাঁরা তা পাচ্ছেন না।