Didir Doot : ‘গ্রামে ঢুকবেন না দিদির দূত…’, হাতে পোস্টার নিয়ে জলপাইগুড়িতে এলাকাবাসীর বিক্ষোভ জলপাইগুড়িতে – jalpaiguri villagers agitation against didir doot campaign


Jalpaiguri News : গ্রামে ঢুকবে না ‘দিদির দূত’। অনেক হয়েছে, আর নয়। সরাসরি ভোট বয়কটের ডাক বীতশ্রদ্ধ গ্রামবাসীদের। হাতে পোস্টার নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে আন্দোলন জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতে (Binnaguri gram panchayat)। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই পানীয় জলের অভাব, নেই পথ বাতি, সমস্যা রয়েছে নিকাশি ব্যবস্থা নিয়েও। এককথায়, উন্নয়নের ছিটেফোঁটা নেই গোটা গ্রাম জুড়ে। গ্রামের বিভিন্ন দফতরে আবেদন জানিয়েও অবস্থার পরিবর্তন হয়নি, শেষমেশ আগামী পঞ্চায়েত নির্বাচনের ডাক গ্রামবাসীদের। ‘দিদির দূতদের প্রবেশে নিষেধ’ পোস্টার হাতে নিয়ে রাস্তায় গ্রামবাসীরা। পাশাপাশি ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, গ্রামের রাস্তা নেই, পথ বাতি নেই, নিকাশি নালা না থাকায় বর্ষাকালে এক হাঁটু জল জমে যায় গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের থানা মোড় কলোনিতে। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের থানা মোড় কলোনির বাসিন্দারা বৃহস্পতিবার সকালে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হন। হাতের পোস্টারে উল্লেখ্য করা হয় , দিদির দূতদের প্রবেশ নিষেধ। আসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়াতেও অংশগ্রহণ করতে রাজি নন গ্রামবাসীরা।

Didir Suraksha Kavach : বদলে যাচ্ছে ‘দিদির দূত’! সমস্যার কথা জানতে বাড়ি বাড়ি অরাজনৈতিক ব্যক্তিরা
তাঁদের আরও দাবি, স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত থাকা সত্ত্বেও গ্রামের সেভাবে উন্নয়ন হয়নি। বর্ষাকালে এক হাঁটু জল পেরিয়ে গ্রামে ঢুকতে হয়। অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। নেই পথবাতিও। স্থানীয় পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। তাঁদের অভিযোগ, ভোটের সময় পঞ্চায়েত সদস্যদের দেখা যায়। ভোটের পর গ্রামে কোনও নেতা মন্ত্রীকে দেখা যায় না। গ্রামে পানীয় জলেরও অভাব রয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এলাকায় কোনও কাজ না হলে দিদির দূতদের কেন স্বাগত জানাবো। এখানে রাস্তায় কোনও আলো নেই, অন্ধকারের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। জলের অভাব রয়েছে। কোনও কাজ হয়নি। কারোর দেখা মেলে না ভোটের পর। সে কারণেই আমরা নির্বাচন বয়কটের ডাক দিয়েছি।”

Aroop Biswas : ‘সাজানো মঞ্চে নাটক…’, কুমারগঞ্জে ‘দিদির দূত’ অরূপ বিশ্বাসের সফরকে কটাক্ষ বিজেপির
গ্রামবাসীদের একাধিক অভিযোগকে কোনওভাবেই গুরুত্ব দিতে নারাজ পঞ্চায়েত। স্থানীয় পঞ্চায়েত সদস্যা রিঙ্কু দাস জানান, “গ্রামে অনেক উন্নয়ন হয়েছে। আমার এলাকায় পথবাতি লাগানো হয়েছে, কিছু কাজ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে তা দেখা হবে।” অন্যদিকে, এই প্রসঙ্গে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত জানান, “ভোট বয়কট বিষয়টি আমার জানা নেই। গ্রামের মানুসের সঙ্গে সব সময় কথা হয়। গ্রামে একটি রাস্তা অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে তা জানা আছে, তা খুব শীঘ্রই হয়ে যাবে, পথবাতি লাগানোর কাজ চলছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *