Durgapur : দুর্গাপুর বেনাচিতি বাজারের (Durgapur Benachiti Bazar) তালতলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বস্তিতে একাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। ঘটনাস্থলে রয়েছে দমকলের (Fire Brigade) পাঁচটি ইঞ্জিন। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আগুন লাগার পরেও কয়েকটি বাড়ির গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে বিপত্তি আরও বাড়ছে বলে দমকল সূত্রে জানানো হয়েছে। আগুন লাগার কারণ সম্বন্ধে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি দমকল। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সাত সকালে দুর্গাপুর বেনাচিতি বাজারের তালতলা বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পরে। প্রায় ১০ থেকে ১২ টি বাড়ি পুড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও তিনটি দমকলের ইঞ্জিন আসে। শর্টসার্কিট থেকে বস্তিতে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করছে দমকল। তবে নিশ্চিত কোনও কারণ জানানো হয়নি। আগুন লাগার পরে বেশ কয়েকটি ঘরের গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি আরও বাড়তে শুরু করে। প্রায় ১০ টির বেশি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। পরে আরও দুটি দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “কী করে আগুন লাগল বলতে পারব না। আগুন লেগেছে লক্ষ্য করার পর দেখলাম দু-তিনটে গ্যাস সিলিন্ডার বিকট শব্দে ফেটে গেলে। আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে আমরা ঘর থেকে প্রয়োজনীয় জিনিস, টাকা-পয়সা বের করতে পারিনি। আমাদের সব শেষ হয়ে গেল।” স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খুব দ্রুত আগুন ছড়িয়ে যাওয়ার কারণে বস্তির একাধিক বাড়ি থেকে বাসিন্দাদের বের করে নিয়ে আসা হয়। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি। বর্তমানে দমকল নিরন্তর চেষ্টা করে যাচ্ছে আগুন নেভানোর। আগুনে বাড়ির অধিকাংশ জিনিস পুড়ে ছাই হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন স্থানীয় বস্তির বাসিন্দারা।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলায় সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ক্ষীরপাই পুরসভার (Khirpai Municipality) এক বস্তিতে। ভস্মীভূত হয়ে যায় পাঁচটি বাড়ি। ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। কীভাবে আগুন লাগল সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি দমকল। ভোর রাতে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।