গোপন সূত্রে খবর পেয়ে দেড় লাখ টাকার জাল নোট সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল STF এবং ফরাক্কা থানার পুলিশ (Farakka Police Station)। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা থানার ঘোড়াইপাড়া সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। তাদের মধ্যে সর্বেশ পাঠক উত্তরপ্রদেশের বাসিন্দা। বাকি দুজনের বাড়ি মালদা জেলায়। শুক্রবার সকালেই ১২ দিন পুলিশ হেফাজত চেয়ে ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। জলানোট গুলো বাইকে করে ফরাক্কার দিক থেকে ঝাড়খণ্ডের (Jharkhand) দিকে যাচ্ছিল বলেই প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। জালনোট চক্রের সঙ্গে আর কে যুক্ত রয়েছে তার তদন্ত করে দেখছে STF এবং ফরাক্কা থানার পুলিশ (Farakka Police Station)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফরাক্কা থেকে বিশাল পরিমাণ জাল নোট হতে পারে বলে খবর আসে STF-র আধিকারিকদের কাছে। সেইমতো পরিকল্পনা গ্রহণ করে পুলিশ। ঘোড়াইপাড়া সংলগ্ন এলাকা থেকে ধৃতদের বাইক দাঁড় করানো হয় নাক চেকিংয়ের নাম। শুরু হয় তল্লাশি। এরপরেই ধৃত তিনজনের কাছ থেকে ব্যাগ ভর্তি জাল নোট উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর তাদের বক্তব্যে অসঙ্গতি মেলায় সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের প্রত্যেকককেই নিজেদের হেফাজতে নিয়ে জাল নোট চক্রের ব্যাপারে তথ্যানুসন্ধান চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন STF আধিকারিকরা।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি কলকাতার কাছেই উদ্ধার হয় জাল নোটের (Fake Note Found) পাহাড়। বিরাটির কাছে যশোর রোডের উপর থেকে এক ব্যক্তিকে আটক করে শুল্ক দফতর। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ লাখ ২১ হাজার টাকার জাল নোটের হদিশ মেলে। সমস্ত নোট ছিল দুই হাজার ও পাঁচশো টাকার বান্ডিলে। বাংলাদেশ সীমান্ত দিয়ে এই জাল নোট শহরে নিয়ে আসা হয়েছে বলে সন্দেহ শুল্ক দফতরের আধিকারিকদের।