সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে টিএস শিবাগ্ননমের নাম কেন্দ্রের কাছে সুপারিশ করেছে।
হাইলাইটস
- কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে টিএস শিবাগ্ননমের নাম কেন্দ্রের কাছে সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।
- দেশের শীর্ষ আদালত বর্তমানে কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি শিবাগ্ননমকে আগামী 31মার্চ থেকে কলকাতা হাইকোর্টে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দিতে চায়।
- বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব আগামী 30 মার্চ অবসর নেবেন।
মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি টিএস শিবাগ্ননম ২০২১-এর অক্টোবরেই বদলি হয়ে কলকাতায় এসেছিলেন। বিচারপতি শিবাগ্ননম এর পর সুপ্রিম কোর্টে না গেলে ২০২৫-এর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কর্মরত থাকবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এসকে কল ও বিচারপতি কেএম জোসেফের কলেজিয়াম বৃহস্পতিবার বিচারপতি টিএস শিবাগ্ননমের নাম কলকাতার প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ