Justice TS Sivagnanam : হাইকোর্টে পরবর্তী প্রধান বিচারপতি – supreme court collegium recommends justice ts sivagnanam as calcutta high court next chief justice


সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে টিএস শিবাগ্ননমের নাম কেন্দ্রের কাছে সুপারিশ করেছে।

 

Justice T. S. Sivagnanam
বিচারপতি টিএস শিবাগ্ননম

হাইলাইটস

  • কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে টিএস শিবাগ্ননমের নাম কেন্দ্রের কাছে সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।
  • দেশের শীর্ষ আদালত বর্তমানে কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি শিবাগ্ননমকে আগামী 31মার্চ থেকে কলকাতা হাইকোর্টে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দিতে চায়।
  • বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব আগামী 30 মার্চ অবসর নেবেন।
এই সময়: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে টিএস শিবাগ্ননমের (Justice TS Sivagnanam) নাম কেন্দ্রের কাছে সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। দেশের শীর্ষ আদালত বর্তমানে কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি শিবাগ্ননমকে আগামী ৩১ মার্চ থেকে কলকাতা হাইকোর্টে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দিতে চায়। বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব আগামী ৩০ মার্চ অবসর নেবেন। তিনি ২০২১-এর ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন।

Supreme Court : সুপ্রিম কোর্টে নতুন পাঁচ বিচারপতির শপথগ্রহণ, তালিকায় কারা?
মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি টিএস শিবাগ্ননম ২০২১-এর অক্টোবরেই বদলি হয়ে কলকাতায় এসেছিলেন। বিচারপতি শিবাগ্ননম এর পর সুপ্রিম কোর্টে না গেলে ২০২৫-এর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কর্মরত থাকবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এসকে কল ও বিচারপতি কেএম জোসেফের কলেজিয়াম বৃহস্পতিবার বিচারপতি টিএস শিবাগ্ননমের নাম কলকাতার প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *