Projapoti: ‘পাঠান’ ঝড়ের মাঝেই নয়া রেকর্ড গড়ল দেবের ‘প্রজাপতি’…


Projapoti, Dev, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘পাঠান’ ঝড়ে কাবু গোটা দেশ, তার প্রভাব পড়েছে কলকাতাতেও। পাঠানের চুক্তি অনুযায়ী সিনেমা হল থেকে সরে গেছে বাংলা ছবির বেশ কিছু শো। শো হারিয়েছে বেশ কয়েকটি ছবি। তার মধ্যে অন্যতম দেব প্রযোজিত ও অভিনীত ছবি ‘প্রজাপতি’। হল কমে গেলেও দর্শক এই ছবি থেকে মুখ সরিয়ে নেয়নি, দিনের পর দিন হলমুখী হয়েছে দর্শক। তারই প্রভাব পড়ল বক্স অফিসে। ৪৯ তম দিনে বাংলা সিনেমার ইতিহাসে নয়া নজির গড়ল দেব-মিঠুন অভিনীত এই ছবি। ১০ কোটির গন্ডি পেরোল এই ছবি।

আরও পড়ুন- Srabanti: এক ধাক্কায় কমে গেল বয়স! শ্রাবন্তীকে দেখে চেনা দায়!

অভিজিৎ সেনের পরিচালনায় এই ছবিতে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেব। ব্যক্তিগত জীবনে তাঁদের সম্পর্ক বাবা-ছেলের মতোই। তাদের সেই সম্পর্ক, সেই অসমবয়সী বন্ধুতার প্রতিচ্ছবি দেখা গেছে পর্দায়। দর্শক যে এই ছবি পছন্দ করেছে তার প্রমাণ দিনের পর দিন এই ছবির শোয়ের বাইরে হাউজফুল বোর্ড। সারা ভারতে মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’। এমনকী মুক্তি পেয়েছে ভারতের বাইরেও। শুক্রবার ডিস্ট্রিবি শতদীপ সাহা ট্যুইটে লেখেন, ‘বেশি কিছু বলার নেই। প্রজাপতি ৪৯ তম দিনে বাংলা সিনেমার বক্স অফিসে ইতিহাস গড়েছে। প্রজাপতি আয় করেছে ১০.২৭ কোটি। গোটা টিমকে ধন্যবাদ ও পাশে থাকার জন্য দর্শককে ধন্যবাদ। আজ ৫০ দিন পূর্ণ করল।’

আরও পড়ুন- Arijit Singh-Rupam Islam: ‘অনেক সুখস্মৃতি রয়েছে, যা আজও টাটকা’, অরিজিতের কনসার্টে রূপম…

‘প্রজাপতি’ মুক্তির পরেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন যে, মিঠুন চক্রবর্তীর খারাপ অভিনয়ের জন্য এই ছবি চলছে না। এদিন পার্টিতে এসেই সেই বিতর্ক নিয়ে মুখ খোলেন মিঠুন। মেগাস্টার এদিন বলেন, ‘দেবকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন কারণ তিনিই এখন ঐ পার্টির শেষ কথা। কিন্তু দেব ভয় পায়নি। দেব অভিনেতা হিসাবেই উত্তর দিয়েছে।’ দেব জি ২৪ ঘণ্টাকে বলেন, ‘না, না আমাকে কেউ ভয় দেখায়নি। এটা মিঠুনদার ব্যক্তিগত মন্তব্য। এটা নিয়ে আমার কিছু বলার নেই। এটা আসলে বাংলা সিনেমার জয়। আমি কোনও তর্ক বিতর্কে যেতে চাই না। কে কী বলেছে, তার উত্তরও দিতে চাইছি না। মিঠুনদার সঙ্গে স্নেহের সম্পর্ক।’ পরে অবশ্য মিঠুনও বলেন যে, তিনি অভিনেতা দেবের কথাই বলেছেন। বিতর্কে ইতি টানেন দেব।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *