Saumitra khan On Sougata : ‘বুড়ো বয়সে মতিভ্রম…’, সৌগতর ‘বিবি ভাগ গিয়া’ মন্তব্যের পালটা সৌমিত্রর – saumitra khan counter attack sougata roy after the personal attack in parliament


লোকসভায় দাঁড়িয়ে BJP সাংসদ সৌমিত্র খাঁকে (Saumitra Khan) তীব্র আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। ‘ওর বউ পালিয়ে গেছে…’, সৌমিত্রকে নিয়ে সৌগতর এই মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এরপরেই সরব হয়েছেন সৌমিত্রও। তিনি সৌগত রায়কে আক্রমণ করে বলেন, “ওঁর বুড়ো বয়সে মতিভ্রম হয়েছে। শুনেছি তিনি অন্য কোথাও যান।” পাশাপাশি নারদকাণ্ড প্রসঙ্গ টেনেও সৌগত রায়কে আক্রমণ করেন তিনি। শুক্রবার লোকসভায় দাঁড়িয়েও সৌগত রায়কে নারদকাণ্ড প্রসঙ্গে খোঁচা দিয়েছেন সৌমিত্র খাঁ। যদিও সৌগত রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনেই তা আপডেট করে দেওয়া হবে।

কী বলেছিলেন সৌগত রায়?

বৃহস্পতিরবার লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন তিনি। কিন্তু, একাধিকবার বিরোধীদের মন্তব্য মাঝখান থেকে ভেসে আসছিল। এরপরেই সৌগত রায় লোকসভায় দাঁড়িয়েই বলেছিলেন, ‘তুমহারা বিবি ভাগ গিয়া, উসকা তার কাট গিয়া’। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে ক্ষোভ উগরে দিয়েছেন সৌমিত্রও। স্ত্রী সুজাতা মণ্ডলের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ মামলা চলছে আদালতে। একুশের নির্বাচনের আগে সুজাতা মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তাঁদের সম্পর্কে চিড় ধরে। প্রথমে সৌমিত্রর থেকে বিচ্ছেদ চাননি সুজাতা। পরে অবশ্য সৌমিত্রের বিরুদ্ধে একরাশ অভিযোগ উগরে দিয়েছেন তিনি।

Sougata Roy On Saumitra: ‘তুমহারা বিবি ভাগ গিয়া, তার কাট গিয়া’, সংসদে সৌমিত্রকে আক্রমণ সৌগতর
‘বিবি ভাগ গিয়া’-সৌগতর মন্তব্য নিয়ে সুজাতার প্রতিক্রিয়া…
সৌগত রায়ের মন্তব্যের ব্যাখ্যা করেছেন সুজাতা মণ্ডল। তিনি বলেছেন, “সৌগত রায় আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমার মনে হয় না তিনি আমাকে নিয়ে কোনও ব্যঙ্গ করতে চেয়েছেন। তিনি হয়তো বলতে চেয়েছিলেন ওই অত্যাচারী-লম্পট সাংসদের অত্যাচারে তাঁর স্ত্রী এতটাই জর্জরিত হয়ে গিয়েছিল সেই কারণেই সে রাত্রি সাড়ে তিনটের সময় বাড়ি থেকে বার হয়ে আসতে চেয়েছিল।” বিবাহিত এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সৌমিত্র, এমনটাই অভিযোগ করেছেন সুজাতা। তিনি আরও বলেন, “আমি এই সম্পর্কে অত্যন্ত অত্যাচারিত হয়েছি। প্রাণ ভয়ে রাত্রি সাড়ে তিনটের সময় আমি বাড়ি ছেড়ে বার হয়ে এসেছিলাম। এক বিধবার সঙ্গে সৌমিত্র সম্পর্কে জড়িয়ে পড়েছিল।”

Soumitra Sujata: ‘আমার উপস্থিতিতেই তৃতীয় নারীকে ঢুকিয়েছেন’, ফের ‘পুরনো কাসুন্দি’ ঘাঁটলেন সুজাতা
যদিও সুজাতার যাবতীয় অভিযোগ প্রসঙ্গে ‘স্পিকটি নট’ সৌমিত্র। সুজাতার মন্তব্য রাজনৈতিক কোনও প্রেক্ষাপটে করা নয়। এর পালটা কোনও প্রতিক্রিয়া দেবেন না, স্পষ্ট জানিয়ে দেন এই BJP সাংসদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *