SSC Group D Recruitment: ১৯১১ গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল, ফেরত দিতে হবে বেতনও, বিজ্ঞপ্তি কমিশনের – justice abhijit gangopadhyay give instructions to revoke 1911 group d employee recommendation to ssc


SSC Group D Jobs: এবার SSC-কে ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মীর সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। শুক্রবার এই নির্দেশের পরেই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়েছে SSC। তারপরেই বোর্ড তাদের নিয়োগ বাতিল করে বিজ্ঞপ্তি জারি করবে। এবার ওই সব পদে নিয়োগের জন্য ওয়েটিং লিস্ট দেখে সব দিক খতিয়ে দেখার পর তালিকা প্রকাশ করতে হবে SSC-কে। কিন্তু, এক্ষেত্রে যদি দেখা যায় ওয়েটিং লিস্টে কারও OMR শিটে কোনও সমস্যা রয়েছে সেক্ষেত্রে তাদের নামও বাতিল করা হবে। তিন সপ্তাহের মধ্যে নতুন করে ইন্টারভিউ করে সুপারিশ করতে হবে, নির্দেশ আদালতের। ৬ মার্চের মধ্যে এই কাজ শেষ করার জন্যও আদালতের (Calcutta High Court) তরফে বলা হয়েছে। আগামী ১৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। সেই দিন SSC এবং বোর্ডকে তাদের পদক্ষেপ বিস্তারে জানাতে হবে।

West Bengal Teacher Transfer Guidelines: শিক্ষক বদলির ক্ষেত্রে আজই নয়া গাইডলাইন দিতে পারে রাজ্য, আদালতে জানালেন এজি
উল্লেখ্য, এই ১৯১১ জন গ্রুপ ডি কর্মী চাকরি হারাতে চলেছেন। তাদের আর স্কুলে ঢুকতে দেওয়া হবে না। বন্ধ করা হয়েছে বেতনও। যে বেতন এতদিন তারা পেয়ে এসেছেন তা মাসে মাসে ফেরত দিতে হবে। CBI তদন্তের খাতিরে তাদের জেরা করতে পারবে। প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। উল্লেখ্য, এর আগে যদি কেউ অনিয়ম করে চাকরি পেয়ে থাকে তাকে পদত্যাগের সুযোগ দিয়েছিল আদালত। কিন্তু, এই ১৯১১ জন তা করেনি। ফলে তাদের ক্ষেত্রে কড়া অবস্থান নিল আদালত। প্রসঙ্গত, এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে অনিয়ম করে নিয়োগের জন্য ৬০৯ জনের চাকরি বাতিল করেছিল আদালত। তাদের জায়গায় নতুনদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করবে SSC। আদালতের নির্দেশ, আগামীদিনে তাঁদের কোনও চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন করতে হলে আদালতের অনুমতি বাধ্যতামূলক।

নামের বিস্তারিত তালিকা
Teacher Transfer Application: যে কোনও জায়গায় এবার শিক্ষক-বদলি, কড়া সিদ্ধান্ত হাইকোর্টের
পাশাপাশি সুবীরেশ ভট্টাচার্যকে নিয়েও কড়া সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি। সুবীরেশকে এই মামলায় যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পরিবারকে নিয়ে যদি তাঁর কোনও ভীতি থাকে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে আদালত। উল্লেখ্য, সুবীরেশ এই মামলা থেকে নিষ্কৃতি না পাওয়া পর্যন্ত কোথাও আর নিজের মাস্টার ডিগ্রি এবং ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছে আদালত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *