Abhishek Banerjee : ‘উত্তরবঙ্গ নাম নিয়ে আমার আপত্তি রয়েছে…’, অভিন্ন বাংলার পক্ষে ফের সওয়াল অভিষেকের – abhishek banerjee slams bjp and bsf from cooche behar party meeting


West Bengal News: সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। পঞ্চায়েতকে পাখির চোখ করে উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। শনিবার কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের তরফে বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিনের সভা থেকে পঞ্চানন বর্মার প্রসঙ্গ টেনে রাজবংশী সম্প্রদায়ের মন ছোঁয়ার চেষ্টা করেছেন অভিষেক। এদিনের সভা থেকে দলীয় কর্মীদের আচরণ নিয়ে কড়া বার্তা দিয়েছেন অভিষেক। তিনি বলেন, “কোনও নেতাকর্মীর ব্যক্তিগত স্বার্থের জন্য দলের নাম খারাপ হয়, তবে আমি তাদের ছেড়ে কথা বলব না। কোনও দাদার ছত্রছায়ার থেকে, বোতল বয়ে পঞ্চায়েতে টিকিট পাওয়া যাবে না। যাঁরা মানুষের সঙ্গে থাকবে তাদেরই দল টিকিট দেবে। মানুষ যাঁদের সার্টিফিকেট দেবে তাঁদের দল টিকিট দেবে।”

Mamata-Abhishek Banerjee : শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে মমতা, কোচবিহারে জনসভায় অভিষেক! উত্তরবঙ্গ পাখির চোখ তৃণমূলের
বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পৃথক রাজ্যেক দাবি উঠছে। বিজেপি একাংশের নেতারাও এই দাবিকেও সমর্থন করেছেন। সেই নিয়ে কড়া বার্তা দিয়েছেন, তিনি বলেন “উত্তরবঙ্গ নাম নিয়ে আমার আপত্তি রয়েছে। কাকদ্বীপ থেকে কোচবিহার সবটাই এক, তাঁর নাম পশ্চিমবঙ্গ। আমাদের কাছে একটাই বঙ্গ নাম পশ্চিমবঙ্গ। বিজেপি এখানে বাংলা ভাগ ও বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করছে, তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।”

Abhishek Banerjee : পঞ্চায়েত ভোটে তৃণমূলের মুখ কারা? বড় ঘোষণা অভিষেকের
কোচবিহারের মাথাভাঙার সভা থেকে গীতালদহে বিএসএফের গুলিতে নিহত প্রেম কুমার বর্মণের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। এই নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিএসএফকে তীব্র আক্রমণ করেন তিনি। নিহত প্রেম কুমারের পরিবারকেও এদিনে মঞ্চে ডেকে নেন তিনি। অভিষেক বলেন, “কাশ্মীরে যে বন্দুক দিয়ে জঙ্গিদের গুলি করা হয়, তাই দিয়ে প্রেমকে গুলি করা হয়েছে। তাঁর শরীর থেকে ১৮০টি গুলি পাওয়া গিয়েছে। এই ঘটনার আমি শেষ দেখে ছাড়ব। আমি ফিরে গিয়ে এই ঘটনার কথা মুখ্যমন্ত্রীকে জানাবো। পরিবার এই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ে করেছে। দরকার হলে আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অবধি যাব। প্রয়োজনে নরেন্দ্র মোদীা, অমিত শাহের সঙ্গে লড়াই করব। কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব।” এদিন কোচবিহারের একমাত্র বিজেপি পরিচালিত পঞ্চায়েত নিয়ে প্রশ্ন তুলেছে অভি্ষেক। তাঁর দাবি, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান তাঁর স্বামীর নামে জবকার্ড ও শ্বশুরের নামে আবাস যোজনার বাড়ি পেয়েছেন বলে অভিযোগ করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *