কে এই প্রেম কুমার?
গত ডিসেম্বর মাসে BSF-এর গুলিতে মৃত্যু হয়েছে প্রেম কুমার বর্মনের, এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “চার বছর পর বাড়ি ফিরেছিলেন ২৩-এর এই তরতাজা যুবক। সকালে সে মাঠে ঘুরতে বেরিয়েছিল। সেই সময় এক কী দু’হাত দূর থেকে BSF -তাকে গুলি করে মেরেছে। রাজবংশী এই যুবককে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে BSF। রাজবংশীদের হত্যা করে তাদের প্রতি দরদ দেখাচ্ছেন অমিত শাহ। কেন্দ্র সরকারকে প্রশ্ন করতে চাই প্রেম কুমারের অপরাধ কী? তিনি কী জঙ্গি ছিলেন? তাঁর থেকে গোরু পাওয়া গিয়েছিল? ৪৮ ঘণ্টার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করুন।”
অভিষেকের সংযোজন, “পেলেট গান যা দিয়ে কাশ্মীরে আধাসেনা জঙ্গি মারে তা দিয়েই প্রেম কুমারকে খুন করা হয়েছে। পরিবার ইতিমধ্যেই FIR করেছে। এর শেষ দেখে ছাড়ব। প্রয়োজনে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাব। ময়দাতদন্তের রিপোর্ট বদলে ওর দেহে ১৮০টা গুলির টুকরো পাওয়া গিয়েছে। একবিন্দু রক্ত ছিল না ওর দেহে। রক্তক্ষয়ের জন্য মারা যায় এই যুবক।” পাশাপাশি এদিন প্রেম কুমারের মা সুখীমনি বর্মন এবং বাবা শিবেন বর্মনকে মঞ্চে আমন্ত্রণ জানান অভিষেক। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যত বড় মানুষই যুক্ত থাকুক এই ঘটনার যেন পূর্ণাঙ্গ তদন্ত হয়। আমার কোচবিহারের মানুষের সাহায্য চায়। জানেন তো কার বিরুদ্ধে লড়াই করছি। BJP-র কার আওতাধীন? স্বরাষ্ট্রমন্ত্রকের। স্বরাষ্ট্রমন্ত্রী কে? অমিত শাহ। আজ থেকে এই লড়াই শুরু করলাম।”
এদিনের সভা থেকে অভিষেক জানান, কোচবিহারের সমস্ত দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। ১১ মার্চ তিনি ফের আলিপুরদুয়ারে সভা করবেন বলে জানান। পাশাপাশি কোচবিহারে আবাস যোজনার দুর্নীতি নিয়েও বড় মন্তব্য করতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।