বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণের ক্ষেত্রে প্লাস্টিকের ভূমিকা আটকাতে সচেতনতার পাঠ দিতে নয়া উদ্যোগ বেহালা গার্লস হাইস্কুলের।

হাইলাইটস
- প্লাস্টিক দূষণ এখন মাথাব্যথার বড় কারণ।
- বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণে বড় ভূমিকা রয়েছে প্লাস্টিকের।
- শুধু তাই নয়, প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার নিকাশি ব্যবস্থার উপরেও আঘাত হানছে।
প্লাস্টিকের ব্যাগ আনা যাবে না। এই উদ্যোগ প্রসঙ্গে স্কুলের পরিচালন সমিতির সভাপতি রতন চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিশ্ব উষ্ণায়ন ও প্লাস্টিক দূষণ নিয়ে সচেতন করেছেন। সেই পাঠ ছোটদের দিতেই এই উদ্যোগ।’ স্কুলের টিচার ইনচার্জ মলয় চৌধুরী বলেন, ‘রাজ্য সরকারের দেওয়া পাঠ্য বইয়ে পরিবেশ সচেতনতার নানা বিষয় আমরা পড়াই। স্কুলেও নিয়মিত প্রার্থনার সময়ে প্লাস্টিক নিয়ে সচেতন করা হয়। তার পরও ছেলে-মেয়েরা প্লাস্টিক ব্যবহার করে। তা বন্ধ করতেই এই উদ্যোগ।’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
