রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) এবং আদিল দুরানির (Adil Durrani) টানাপোড়েনে বার বার উঠে এসেছে তনু-র নাম। রাখি সাওয়ান্তের দাবি, সেই মহিলার সঙ্গেই নাকি বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল আদিলের। এমনকি সেই তনুর কথাতেই দিনের পর দিন তাঁর উপর অত্যাচার চালিয়েছিলেন আদিল। এবার কি তবে তনুর বিরুদ্ধেও মামলা করতে চলেছেন রাখি?