Ration : রেশন-দুর্নীতির তদন্তে গিয়ে ঘেরাও, ক্ষোভের মুখে তদন্তের আশ্বাস – ration corruption in bankura government officials faced agitation


Bankura News : গ্রামে রেশন দুর্নীতির (Ration) তদন্ত করতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন জেলা খাদ্য নিয়ামক আধিকারিক সহ দফতরের কর্মীরা। ঘটনা বাঁকুড়ার মেজিয়ায়। জেলা প্রশাসনিক আধিকারিকদের সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে রেশন ডিলারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আশ্বাস দিলেন জেলা খাদ্য নিয়ামক আধিকারিক। গত মঙ্গলবার মেজিয়ার গ্রামে ‘দুয়ারে রেশন’ (Duare Ration) প্রকল্পের খাদ্য দ্রব্য সরবরাহ করতে গিয়ে গ্রামবাসীদের একাংশের ক্ষোভের মুখে পড়েন দায়িত্বপ্রাপ্ত রেশন ডিলার (Ration Dealer) নবকুমার পাল। বরাদ্দকৃত রেশন দ্রব্য দীর্ঘদিন ধরে তিনি উপভোক্তাদের দিচ্ছেন না বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা। রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে মেজিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই রেশন ডিলারকে উদ্ধার করে। এদিন ঐ ঘটনার তদন্তে রামকৃষ্ণপুর গ্রামে যান বাঁকুড়া জেলা খাদ্য নিয়ামক শেখ আলিমুদ্দিন সহ অন্যান্যরা। আর তাঁদের হাতের কাছে পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন গ্রামবাসীদের একাংশ।

Ration Shop Strike: রেশনের পরিমাপে কারচুপি করে বাজারে বিক্রি করে দিচ্ছেন ডিলার, অভিযোগে উত্তাল বাঁকুড়া
গ্রামবাসী জয়চাঁদ হালদার বলেন, খাদ্য দফতরের আধিকারিকরা আমাদের অভিযোগ শুনেছেন। এই ধরণের ‘ভুলে’র দায় খাদ্য দফতরের আধিকারিকরাও এড়াতে পারেননা বলে তিনি দাবি করেন। অন্যদিকে, জেলা খাদ্য নিয়ামক শেখ আলিমুদ্দিন বলেন, “ডিলারের বিরুদ্ধে ত্রুটি, বিচ্যুতি ও অভাব অভিযোগ পেয়েছি। এখন অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে ‘বিভাগীয় তদন্ত’ হবে।” তবে রেশন কার্ডে বিভাগীয় যে সমস্ত ভুল ছিল তা সংশোধন করে দেওয়া হয়েছে বলে তিনি জানান। সরকার থেকে রেশনের নির্ধারিত পরিমাপ থাকলেও তা নাকি দেওয়া হচ্ছে না উপভোক্তাদের এমনই অভিযোগ ছিল গ্রামবাসীদের। এই অভিযোগেই রেশন ডিলার নব কুমার পালের বিরুদ্ধে সরব হন গ্রামবাসীরা।

Ration Shop Strike : রাজ্যেও ৭২ ঘণ্টা রেশন দোকান বন্ধ! চরম সমস্যায় গ্রাহকরা
বাঁকুড়ার মেজিয়ার রামকৃষ্ণপুর গ্রামের রেশন ডিলার নব কুমার পাল দীর্ঘ কয়েক বছর ধরে সরকার নির্ধারিত রেশন দ্রব্য দিচ্ছেন না বলে দাবি করেন স্থানীয় রেশন উপভোক্তারা। তাদের ‘ভুল বুঝিয়ে’ কম পরিমাণ রেশন দ্রব্য সরবরাহ করে উদ্বৃত্ত চাল, গম, আটা বেশি দামে বাজারে বিক্রি করে দিচ্ছেন বলেও অভিযোগ। এই অবস্থায় বিষয়টি জানতে পেরে এদিন সংশ্লিষ্ট রেশন ডিলার ওই গ্রামে গেলে তারা তাকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেজিয়া থানার পুলিশ। যদিও অভিযুক্ত রেশন ডিলার নব কুমার পাল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সরকার নির্ধারিত পরিমাপ ও পরিমাণ মতোই রেশন দ্রব্যই তিনি বিতরণ করেন বলে দাবি করেন ওই রেশন ডিলার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *