আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ান (Kartik ASaryan) এবং কৃতী স্যাননের (Kriti Sanon) ছবি শেহজাদা (Shehzada)। আপাতত কার্তিক হিল্লি দিল্লি কন্যাকুমারী করে বেড়াচ্ছেন ছবির প্রচারের জন্যে। হলে মুক্তির আগেই ছবির রেশ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কোনও কসুর রাখছেন না কার্তিক আরিয়ান। মুম্বইয়ে তেমনই একটি প্রমোশনে কী হল? দেখে নিন না নিজেরাই…