South 24 Pargana News : বাজপাখির ‘সার্জিক্যাল স্ট্রাইক’ মৌচাকে! হুলের জ্বালায় অতিষ্ট গ্রামবাসী – south 24 pargana several villagers have been affected by the attack of bees


South 24 Parganas : বাজপাখির ‘সার্জিক্যাল স্ট্রাইক’ মৌমাছির চাকে। পরিণতিতে প্রাণ ওষ্ঠাগত গ্রামবাসীর। ‘মৌ’ সেনার পালটা আক্রমণে ক্ষতিগ্রস্ত একাধিক গ্রামবাসী। মৌমাছির উৎপাতে হইচই দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) জয়পুর গ্রামে। মৌমাছির দংশনে অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী। ক্ষুব্ধ গ্রামবাসী শেষমেষ পথ অবরোধ করে ভাঙড়ের রাস্তায়। পরে কাশিপুর পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুক্রবার একটি বাজপাখির হামলায় গ্রামের একটি মৌমাছিদের চাক ভেঙে যায়। আর তার জেরে ঘুম ছুটল জয়পুর গ্রামের বাসিন্দাদের। স্থানীয় সূত্রে খবর, মৌমাছির হামলায় আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ জনের বেশি গ্রামবাসী। অতিরিক্ত মৌমাছির দংশনের বিষক্রিয়ায় অনেকের শরীরেই জ্বর চলে আসে। ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে জিরানগাছা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পাকাপোল ভাঙড় (Bhangar) রাস্তায় আগুন জ্বালিয়ে কাঠের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Howrah Incident : ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক, মানসিক চাপে আত্মঘাতী গৃহবধূ
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালেই জয়পুর গ্রামের একটি বিশাল মৌচাকে হামলা চালায় একটি বাজপাখি। আর সেই ঘটনার পর ভেঙে পড়ে মৌচাকটি। মৌচাক ভেঙে পড়ার পর মৌমাছিরা জয়পুর গ্রামের রাস্তা দিয়ে যারা যাচ্ছিল তাদেরকেই কামড়াতে শুরু করে। এই ঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অনেক গ্রামবাসীরা আক্রান্ত হয়েছে। গ্রামের রাস্তা দিতে চলাচল করতেও দ্বিধাগ্রস্ত হচ্ছেন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যস্ততম রাস্তার পাশেই মৌচাক ভেঙে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষজন। খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কাশিপুর থানার পুলিশ গিয়ে রাস্তা অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক করে।

Bhangar ISF TMC Clash : ভাঙড়ে TMC-ISF সংঘর্ষ, এবার গ্রেফতার শাসকদলের সংখ্যালঘু সেলের সভাপতি
তবে ঘটনার পর থেকে কার্যত আতঙ্কে ঘরবন্দী হয়ে আছে গ্রামের মানুষজন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই রাস্তা দিয়ে হাজার খানেক মানুষ প্রতিদিন যাতায়াত করে। সবাই আতঙ্কে ভুগছে। গ্রামের প্রচুর মৌমাছির আক্রমণের মুখে পড়েছেন। ভয়ে চোখে-মুখে কাপড় দিয়ে ঢেকে যাতায়াত করতে হচ্ছে। আমরা অ্যাম্বুলেন্স ডেকে অনেককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। ” স্থানীয় বাসিন্দারা কাশিপুর থানার পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানান। প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয় যাতে কোনওভাবে মৌমাছির চাকটিকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে বন দফতরের অধিনাকরিকদের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *