স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালেই জয়পুর গ্রামের একটি বিশাল মৌচাকে হামলা চালায় একটি বাজপাখি। আর সেই ঘটনার পর ভেঙে পড়ে মৌচাকটি। মৌচাক ভেঙে পড়ার পর মৌমাছিরা জয়পুর গ্রামের রাস্তা দিয়ে যারা যাচ্ছিল তাদেরকেই কামড়াতে শুরু করে। এই ঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অনেক গ্রামবাসীরা আক্রান্ত হয়েছে। গ্রামের রাস্তা দিতে চলাচল করতেও দ্বিধাগ্রস্ত হচ্ছেন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যস্ততম রাস্তার পাশেই মৌচাক ভেঙে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষজন। খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কাশিপুর থানার পুলিশ গিয়ে রাস্তা অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক করে।
তবে ঘটনার পর থেকে কার্যত আতঙ্কে ঘরবন্দী হয়ে আছে গ্রামের মানুষজন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই রাস্তা দিয়ে হাজার খানেক মানুষ প্রতিদিন যাতায়াত করে। সবাই আতঙ্কে ভুগছে। গ্রামের প্রচুর মৌমাছির আক্রমণের মুখে পড়েছেন। ভয়ে চোখে-মুখে কাপড় দিয়ে ঢেকে যাতায়াত করতে হচ্ছে। আমরা অ্যাম্বুলেন্স ডেকে অনেককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। ” স্থানীয় বাসিন্দারা কাশিপুর থানার পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানান। প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয় যাতে কোনওভাবে মৌমাছির চাকটিকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে বন দফতরের অধিনাকরিকদের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।