West Bengal Latest News: কান্দিতে হিন্দু নাম নিয়ে তরুণীর সঙ্গে প্রেম মুসলিম যুবকের! স্ত্রী খবর পেতেই ‘শয়তানি’-র পর্দাফাঁস – one woman from baharampur caught his husband with another woman


West Bengal News প্রেমিকার সঙ্গে শনিবারের ‘বারবেলায়’ চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন বিবাহিত প্রেমিক। ছোঁট আর চায়ের কাপের রসায়ন তখনও ঠিকমতো জমে ওঠেনি তার আগেই জমাটি প্রেম আর উষ্ণ চায়ের মধ্যে রণচন্ডি অবস্থায় দেখা যায় ওই মহিলার স্ত্রীকে। বাকিটা ইতিহাস…চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কান্দি মহকুমা হাসপাতাল মোড় এলাকায়। জানা গিয়েছে, কান্দির হাসপাতালে পরিবারের একজনকে সঙ্গে নিয়ে এসেছিলেন ওই ব্যক্তির স্ত্রী। কিন্তু, রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেন স্বামীর চর্চিত প্রেমিকাকে। এরপরেই এগিয়ে গিয়েছিলেন তিনি। “এখানে কী করছ?” বাজখাঁই গলায় এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন স্বামীর প্রেমিকার দিতে। এদিকে ততক্ষণে পিলে চমকে যায় ওই ব্যক্তির প্রেমিকার। এরপরেই মহিলা দেখতে পান তাঁর স্বামীকে। চা হাতে ওই ব্যক্তি রীতিমতো অবাক হয়ে যান। এদিকে স্বামীর পরকীয়া হাতে নাতে ধরতে পেরে রীতিমতো তেলেবেগুনে জ্বলে ওঠেন ওই মহিলা। তিনি বাজারে দাঁড়িয়ে রীতিমতো হইহই করে ওঠেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজনরা জমা হয়। ওই মহিলা জানান তাঁর নাম লাজিনা খাতুন।

Murshidabad News : দু’দিন পরও অধরা পলাতক বন্দি, ‘শাস্তির’ মুখে থানার পুলিশ কর্মীরা
খড়গ্রাম থানার বাসিন্দা ফইদুল ইসলামের সঙ্গে ২০১৩ সালে প্রেম করে তাঁর বিয়ে হয়েছিল। লাজিনার দাবি, “শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে আমাকে বেশিরভাগ সময় বাপের বাড়িতেই থাকতে হত। আমার স্বামীর সঙ্গে ওই মহিলা বহরমপুরে একটি সংস্থায় কাজ করত। সেখানেই ওদের প্রেম হয়। এরপর ওদের হাতেনাতে পাকড়াও করি।

Fake Note Recovery : লাখ লাখ টাকার জাল নোট উদ্ধার ফরাক্কায়, STF-এর জালে ৩
ওই মহিলার আরও অভিযোগ, “বহরমপুরের পঞ্চাননতলার সুদীপ্তা (নাম পরিবর্তিত)-র সঙ্গে ওর আলাপ হয়। শান্তনু চক্রবর্তী নাম বলে ও সুদীপ্তাকে বিয়ে করতে চেয়েছিল। সুদীপ্তাকে আমি ফোন করলে ও বলে আমার স্বামী ওকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছে। আমার স্বামীর পরিবারের সকলেই ওই মেয়ের বিষয়ে জানে।” লাজিনার আরও দাবি, “তাঁর এখনও ডিভোর্স হয়নি।” সেক্ষেত্রে অন্য মেয়েকে নিয়ে কীভাবে লিভ ইন করছেন স্বামী? এই অভিযোগ তোলেন তিনি। এদিকে লাজিনার সামনে কোনও কথাই বলতে চাননি সুদীপ্তা। তাঁর স্বামীও বারবার স্ত্রীকে থামানোর চেষ্টা করেন। কিন্তু, পারেননি। তুমুল চিৎকার চেঁচামেচিতে এগিয়ে আসেন স্থানীয়রা। গোটা কান্দি হাসপাতাল মোড়ে হুলুুস্থূল পড়ে যায়। খবর পেয়ে সেখানে আসে পুলিশ এবং ওই মহিলা ও ব্যক্তিকে নিয়ে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা জানা সম্ভব হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *