Book Fair SFI Stall : বইমেলায় রেকর্ড বিক্রি বামেদের, ছাত্রসংগ্রামের বেস্টসেলারের তালিকায় দীপ্সিতার বই – sfi sells record number of books in kolkata book fair dipsita dhar book was among bestseller list


দুর্গোৎসবের পর এবার কলকাতা বইমেলাতেও (Kolkata Book Fair) রেকর্ড সংখ্যক বই বিক্রি করল বামেরা। দু’সপ্তাহে প্রায় প্রতিদিনই বইমেলার ৫১৬ নম্বর স্টলে উপচে পড়েছিল বইপ্রেমীদের ভিড়। ছাত্র যুব থেকে শুরু করে বহু সেলেবদের দেখা গিয়েছে বামেদের ছাত্রসংগ্রাম স্টলে। বইয়ের পাশাপাশি দেদার বিক্রি হয়েছে চে গুয়েভারা টুপি, টি শার্ট সহ নানা স্লোগান লেখা মেমেন্টো। উচ্ছ্বসিত CPIM এর ছাত্র সংগঠনের সদস্যরা। সবচেয়ে বেশি নজরকাড়া বইগুলির তালিকায় ছিল দীপ্সিতা ধরের (Dipsita Dhar) লেখা নতুন বইটি। সর্বাধিক বিক্রি হওয়া বইগুলির মতো সেটিই ছিল অন্যতম।

Kolkata Book Fair 2023 : বই বিক্রিতে রেকর্ড! কত মানুষ ঢুঁ মারলেন ৪৬তম কলকাতা বইমেলায় জানেন?
কত টাকার বই বিক্রি করল SFI?

প্রতি বছরের মতো এবারও বইমেলায় বসেছিল ছাত্রসংগ্রামের ছোট্ট স্টলটি। সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা গ্রাউন্ডের (Salt Lake Central Park Book Fair Ground) নয় নম্বর গেটের কাছে বামেদের এই স্টলে ঢুঁ মেরেছেন বহু সংখ্যক বইপ্রেমী। বাম ছাত্রযুবরা জানাচ্ছেন, গতবারের রেকর্ড ছাপিয়ে এ বছর অসংখ্য মানুষ এসেছেন তাঁদের স্টলে। বইয়ের পাশাপাশি এবারে স্টলে বিশেষ আকর্ষণ ছিল টিশার্ট, টুপি, কফি মগ, পোস্টার, বুকমার্ক। যার চাহিদাও তরুণ-তরুণীদের মধ্যে লক্ষ্য করা গিয়েছে। শুভজিৎ সরকার, SFI রাজ্য সহ সম্পাদক এবং ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য এই সময় ডিজিটালকে বলেন, “এ বছর পাঁচ লাখ টাকারও বেশি বই বিক্রি হয়েছে। এবারের বইমেলায় বামপন্থী মানুষজন ছাড়াও বহু অংশের সাধারণ মানুষ বই এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করছেন আমাদের স্টল থেকে। মতাদর্শের চর্চা এগিয়ে যাবে, আগামী বইমেলায় আরও নতুন রেকর্ড তৈরি করবে ছাত্রসংগ্রামের স্টল।”

Abhijit Gangopadhyay At Book Fair : তালিকায় তৃণমূল সাংসদের প্রবন্ধ, ব‌ইমেলায় কী কী কিনলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

দীপ্সিতার বইয়ের চাহিদা তুঙ্গে

এ বছরের বইমেলায় ছাত্রসংগ্রাম স্টলে একাধিক বইয়ের চাহিদা ছিল তুঙ্গে। তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ‘ঐতিহ্য উত্তরাধিকার’ বইটি। শুভজিৎ সরকারের কথায়, “ঐতিহ্য উত্তরাধিকার ১৯৮৬ সালে প্রথম প্রকাশিত হয়েছিল। তারপর বহুবার এটি নতুন করে মুদ্রিত হয়েছে। এই পুরনো বইটিই আবার রিপ্রিন্ট করা হয়েছে। চাহিদা তুঙ্গে ছিল দীপ্সিতা ধরের (Dipsita Dhar) লেখা এডুকেশন অর এক্সক্লুশন বইটির।”

Rupam Islam : ‘আসতে হবে না’, বইমেলায় অতিথির চেয়ার থেকে সরানো প্রসঙ্গে সরব রূপম, জবাব প্রকাশকেরও
এদিন বইমেলা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে নিজের ফেসবুক পেজে SFI-এর রাজ্য সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) লেখেন, “বইমেলা শেষ। ছাত্রসংগ্রাম স্টল থেকে রেকর্ড বই বিক্রির হিসেব পাওয়া যাচ্ছে। অভিনন্দন সমস্ত কমরেডকে। পুরো ছাত্রসংগ্রাম টিম, বিভিন্ন জেলার কর্মীরা যারা এবছর ছাত্রসংগ্রামের কাজে নিয়োজিত ছিল। পড়া ও লড়া দীর্ঘজীবী হোক।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *