Cyber Crime: আবাসের বাড়ির টাকা দেওয়ার নামে ফাঁদ, ৫১ হাজার টাকার প্রতারণা – an woman becomes cyber crime victim in name of pm awas yojana


PM Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) দুর্নীতির অভিযোগের পরে সামনে এল এবার নয়া বিপদ। আবাস যোজনার টাকা দেওয়ার নাম করে ফাঁদ পাতছে প্রতারকেরা। আবাস যোজনা টাকা দেওয়ার ফাঁদে পা দিয়ে এক মহিলা অনলাইনে হারালেন ৫১ হাজার টাকা।

জানা গিয়েছে, আবাসের বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এই বলে ফোন আসে এক মহিলার কাছে। ফোনের নির্দেশ মতো টাকা পেতে কাজ করতেই হু হু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার ক্ষীরপাই পৌরসভার (Khirpai Municipal Corporation) কাশিগঞ্জে। ঘটনায় পুলিশে দায়ের হয়েছে অভিযোগ।

Pradhan Mantri Awas Yojana : আবাসের টাকা পেয়েও নির্মাণ হয়নি ঘর, ৩১৮ জনের নামে FIR নদিয়ায়

প্রতারিত মহিলা কাাশিগঞ্জের বাসিন্দা। নাম মৌসুমী মণ্ডল। তাঁর অভিযোগ, শনিবার তাঁর মোবাইলে একটি ফোন আসে। এমনকী তাঁকে ফোনে বলা হয়, ”আবাস প্রকল্পে (Pradhan Mantri Awas Yojana) আপনার বাড়ির প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে আজ পাঠানো হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বলুন।” এমনকি তারপরে মোবাইলে একটি ওটিপি (OTP) আসে সেটি ওই মহিলার কাছ থেকে জানতে যাওয়া হয়। মহিলা ওই নম্বর কিছু না ভেবে বলেও দেন। তারপরই অ্যাকাউন্ট থেকে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে নেওয়া হতে থাকে টাকা। তিন দফায় মহিলার অ্যাকাউন্ট থেকে ৫১ হাজার টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছে ওই মহিলা। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

Cyber Crime: ‘KBC’-র নাম করে ৮৫ লাখ টাকার প্রতারণা! যুবকের টাকা উদ্ধারে সফল তমলুক সাইবার ক্রাইম থানা

উল্লেখ্য, এর আগে মহিষাদলে কৌন বনেগা ক্রোড়পতিতে সুযোগ দেওয়ার নাম করে এক যুবকের থেকে ৮৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। কৌন বনেগা ক্রোড়পতি’ খেলায় সাত কোটি টাকা জেতার টোপ গিলে ৮৫ লাখ টাকার প্রতারণার ফাঁদে পড়েন ওই যুবক। এটাই পূর্ব মেদিনীপুর জেলায় সর্বাধিক অঙ্কের প্রতারণা বলে জানিয়েছে জেলা পুলিশ । সাইবার ক্রাইম থানা কিছু টাকা ফিরিয়েও দেন। পরে সাইবার ক্রাইম থানা মহিষাদলের তৎপরতায় কিছু টাকা ফিরেও পান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *