Ghulam Nabi Azad On Mamata : সেরা শহর কলকাতা, কৃতিত্ব মমতার: আজাদ – former kashmir chief minister ghulam nabi azad praised chief minister mamata banerjee in kolkata


এই সময়: কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রশংসায় ভরিয়ে দিলেন ডেমোক্র্যাটিক আজ়াদ পার্টির (DAP) সর্বেসর্বা তথা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief Minister of Kashmir) গুলাম নবি আজ়াদ (Ghulam Nabi Azad)। শনিবার শহরে একটি অনুষ্ঠানে আজ়াদ বলেন, “কলকাতা বর্তমানে দেশের পরিচ্ছন্নতম শহরগুলির একটি। এর কৃতিত্ব পুরোপুরি মমতার।”

Mamata-Abhishek Banerjee : শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে মমতা, কোচবিহারে জনসভায় অভিষেক! উত্তরবঙ্গ পাখির চোখ তৃণমূলের
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো এবং উন্নত ট্র্যাফিক ব্যবস্থার জন্যও মমতাকে কৃতিত্ব দেন একদা কংগ্রেসে তাঁর সতীর্থ ওই কাশ্মীরি নেতা। এ দিন বিশ্ব ইউনানি দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় (Kolkata) আসেন আজ়াদ। সঙ্গে ছিলেন বলিউড-অভিনেতা রাজা মুরাদ। সম্প্রতি কংগ্রেস ছেড়ে নতুন দল তৈরি করেছেন আজ়াদ।

Mamata Banerjee DLitt : ‘যোগ্য নেত্রীই বটে!’ শুভেন্দু-সুজনের নিশানায় মুখ্যমন্ত্রীর ডি’লিট সম্মান
অনুষ্ঠানে আজ়াদ সাংবাদিকদের বলেন, “৪৫ বছর ধরে আমি কলকাতা শহরে আসছি। এক সময়ে এই শহর ছিল দেশের অপরিচ্ছন্ন শহরগুলির একটি। আর এখন কলকাতা দেশের পরিচ্ছন্নতম শহরগুলির মধ্যে অন্যতম। যার কৃতিত্ব সম্পূর্ণ মমতার। সে জন্য আমি মমতাকে অভিনন্দন জানাচ্ছি।” তাঁর সংযোজন, “শুধু এটিই নয়, দেশের সেরা চিকিৎসা পরিকাঠামোও এখন কলকাতায়। শহরের ট্র্যাফিক ব্যবস্থা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। এর কৃতিত্বও আমি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশকে দেব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *