রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো এবং উন্নত ট্র্যাফিক ব্যবস্থার জন্যও মমতাকে কৃতিত্ব দেন একদা কংগ্রেসে তাঁর সতীর্থ ওই কাশ্মীরি নেতা। এ দিন বিশ্ব ইউনানি দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় (Kolkata) আসেন আজ়াদ। সঙ্গে ছিলেন বলিউড-অভিনেতা রাজা মুরাদ। সম্প্রতি কংগ্রেস ছেড়ে নতুন দল তৈরি করেছেন আজ়াদ।
অনুষ্ঠানে আজ়াদ সাংবাদিকদের বলেন, “৪৫ বছর ধরে আমি কলকাতা শহরে আসছি। এক সময়ে এই শহর ছিল দেশের অপরিচ্ছন্ন শহরগুলির একটি। আর এখন কলকাতা দেশের পরিচ্ছন্নতম শহরগুলির মধ্যে অন্যতম। যার কৃতিত্ব সম্পূর্ণ মমতার। সে জন্য আমি মমতাকে অভিনন্দন জানাচ্ছি।” তাঁর সংযোজন, “শুধু এটিই নয়, দেশের সেরা চিকিৎসা পরিকাঠামোও এখন কলকাতায়। শহরের ট্র্যাফিক ব্যবস্থা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। এর কৃতিত্বও আমি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশকে দেব।”