J P Nadda: মমতার শাসনকালে বাংলায় জঙ্গলরাজ, পরিবর্তন হবেই: নাড্ডা – bjp leader j p nadda done a public rally at purba bardhaman purbasthali ahead of panchayat election


J P Nadda At Purba Bardhaman: দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। তার আগেই রাজ্যজুড়ে ‘ঘর গোছাতে’ উদ্যোগী BJP। ভোটের আগে পূর্বস্থলীতে সভা করলেন BJP-র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এক মাসে তিনি দ্বিতীয়বার বাংলায় এলেন। সভার আগে রবিবার তিনি পূর্বস্থলীর মন্দিরে পুজো দেন। এদিনের সভা থেকে নাড্ডা বলেন, “বাংলা গোটা দেশকে দিশা দেখায়।” তৃণমূলকে আক্রমণ করে এই BJP নেতা বলেন, “এই জনসভার ভিড় বলে দিচ্ছে বাংলায় পরিবর্তন আসতে চলেছে। বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল। এখানে জঙ্গলরাজ চলছে। অপশাসন, অত্যাচার থেকে মুক্তি চায় বাংলা।” এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সুশাসনের’ খতিয়ানও শোনা যায় নাড্ডার কণ্ঠে। তিনি বলেন, ” দেশের যুবকরা যাতে আশা, আকাঙ্খা পূরণ করতে পারে সেজন্য মোদীজি পদক্ষেপ করেছেন। মার্কিন প্রেসিডেন্টও মাস্ক পরছেন। কিন্তু, জনসভায় এত লোকজন পাশাপাশি বসে রয়েছেন। কিন্তু, কারও মুখে মাস্ক নেই। আর তা সম্ভব হয়েছে কারণ মোদীজি কোটি কোটি ভ্যাকসিন ডোজ দিয়েছেন, সম্পূর্ণ টিকাকরণ করা হয়েছে দেশবাসীর। কলকাতার মেট্রো প্রকল্পের জন্য ১ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। সুশাসনই মোদীজির লক্ষ্য। মায়ের শেষকৃত্য সম্পন্ন করার মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই দেশের সেবায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন।”

J P Nadda: হিমাচলে বিপর্যয়ের পরেও নাড্ডাতেই ভরসা, বড় সিদ্ধান্ত পদ্ম-শিবিরের
তৃণমূলকে আক্রমণ…
জেপি নাড্ডা বলেন, “জল জীবন মিশন-এর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। কিন্তু, এই রাজ্যে সেই প্রকল্পও ঠিক মতো করা হচ্ছে না। মোদীজির স্বপ্ন কেউ ঝুপড়িতে থাকবে না। সেই জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করেছেন মোদীজি। কিন্তু, তাও বাংলা আবাস যোজনা বানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও অর্থ না দিয়ে কেন্দ্রের প্রকল্প চুরি করা হচ্ছে।” নাড্ডার সংযোজন, “বাংলায় ৭৪ লাখ শৌচালয় তৈরি করা হয়েছে।” তৃণমূলকে আক্রমণ করে নাড্ডা বলেন, “TMC-র T হল তোলাবাজ, টেটর-M হল মাফিয়া, C হল করাপশন ও কমিশন।”

Narendra Modi: ‘সন্ত্রাস সত্ত্বেও মাঠে নেমে লড়াই’, বঙ্গ বিজেপির প্রশংসায় পঞ্চমুখ মোদী
এদিনের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করে বাংলায় বিশেষ স্লোগান তুলতে শোনা যায় নাড্ডাকে। তিনি বলেন, “ও দিদি আপনার নাম তো মমতা, আপনি কবে থেকে নির্মমতা হয়ে গেলেন… শেষ হবে, শেষ হবে হিংসার খেলা শেষ হবে/ শেষ হবে, শেষ হবে কাটমানির খেলা শেষ হবে/ শেষ হবে, শেষ হবে সিন্ডিকেটের খেলা শেষ হবে/ শেষ হবে, শেষ হবে TMC-র খেলা শেষ হবে।” অন্যদিকে, নাড্ডাকে পালটা তোপ দাগেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “প্রতিটি উন্নয়নের স্কিমে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। BJP তাসের ঘরের মতো ভাঙছে। তাই দিল্লির কাকা জ্যাঠাদের নিয়ে এসে মিথ্যা বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *