JP Nadda: ‘তোলাবাজি-মাফিয়া-দুর্নীতি এটাই তৃণমূল’, পঞ্চায়েতের আগে নয়া স্লোগান নাড্ডার – jp nadda attack tmc and mamata banerjee and raise special slogan before panchayat election


JP Nadda At Haldia: পঞ্চায়েতের আগে জেলায় এসে সংগঠনকে মজবুত করতে একদিনে জোড়াসভা বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (BJP President)। ভাঙন, অন্তর্দ্বন্দ্ব, দলত্যাগ ইস্যুকে দূরে সরিয়ে ঘর গোছাতে পেপ টকের সঙ্গে সঙ্গে শাসক দলকে তীব্র আক্রমণ BJP-র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার। পূর্বস্থলীর সভার পর রামনগর থেকেও কড়া ভাষায় আক্রমণ নাড্ডার (JP Nadda)।

এদিন রামনগরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৈরি ভারতের উন্নত ছবি যেমন তুলে ধরলেন তেমনই বিপরীতে বাংলার কাটমানি, টেট দুর্নীতি ও আবাস যোজনায় অনিয়মের কথা তুলে ধরে ব্যাপক আক্রমণ শানালেন। তিনি অভিযোগ করেন, ”এরাজ্যে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে। গবীর মানুষদের বাড়ি তৈরির জন্য বরাদ্দ টাকা তারা পাচ্ছে না। অথচ যাদের পাকা একাধিক বাড়ি আছে তারা এই প্রকল্পে টাকা পেয়েছে। তিনি আরও অভিযোগ করেন, গরীব মানুষের বরাদ্দ করা রেশনের মাল চুরি করছে তৃনমুল। মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্বেও এ রাজ্য নারী নির্যাতন এবং নারী পাচারে প্রথমের দিকে রয়েছে। তৃনমুলকে আক্রমণ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, টিএমসির টি মানে তোলা বাজ, এম মানে মাফিয়া, সি মানে করাপশন, কমিশন।” তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়ে বাংলায় তিনি স্লোগানও দেন তিনি।

J P Nadda: মমতার শাসনকালে বাংলায় জঙ্গলরাজ, পরিবর্তন হবেই: নাড্ডা

নাড্ডা শাসকদলকে উৎখাতের ডাক দিয়ে বলেন, ”এখানে ডবল ইনজিন সরকার হবেই।” আরও একবার চেষ্টা করার জন্য দলীয় কর্মীদের উদ্দেশ্য বলেন। মোদী সরকারের সুশাসন এবং জনকল্যাণে নেওয়া কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, ”মোদী সরকার কোনও ভেদাভেদ করে না। আজকে সবাই মাস্ক ছাড়া বসেছেন কারণ মোদী জী টিকার ব্যবস্থা করেছে। ১০০ দেশে ভারত ভ্যাকসিন সাপ্লাই করেছে। ৪৩ দেশে ফ্রিতে টিকা দিয়েছে। এবারের বাজেটে মেট্রো রেলে ১০০কোটি বরাদ্দ করেছে কেন্দ্র সরকার।”

Narendra Modi At Tripura : ‘বাম-কংগ্রেস দো ধারি তলোয়ার’, ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকারের ডাক মোদীর

এখানেই শেষ নয়, সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে নাড্ডা বলেন,”আপনার নাম তো মমতা কিন্তু কবে থেকে নির্মমতা হয়ে গেলেন। কার্টুন পছন্দ হয়নি বলে জেলে পাঠিয়ে দিলেন। শেষ হবে শেষ হবে সিন্ডিকেটের খেলা শেষ হবেই হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *