Murshidabad News : গয়না পালিশের নামে প্রতারণা সুতিতে, দিনে দুপুরে ৩ ভরি গহনা নিয়ে চম্পট দুষ্কৃতীর – two women lost gold jewellery from house due to the name of jewelry polish in suti


West Bengal News : সোনার গয়না (Gold Jewellery) পালিশের নামে কৌশলে দুই মহিলার কাছ থেকে তিন ভরি সোনার গয়না (Gold Jewellery) নিয়ে চম্পট দিল অজ্ঞাত পরিচয় এক প্রতারক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সুতি (Suti) থানার কাসিমনগরে। নিজেদের সামান্য ভুলে এবং অপরিচিত লোককে বিশ্বাস করে সোনার গয়না হারিয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েছেন কাসিমনগর গ্রামের ওই দুই মহিলা। বিষয়টি নিয়ে সুতি খানার পুলিশের (Suti Police Station) দ্বারস্থ হয়েছেন তারা।

Migrant Labour Death : তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ সুতি থানার কাসিমনগর গ্রামের নিজেদের বাড়িতে রান্না করছিলেন সাফিয়া খাতুন ও জেসমিন খাতুন নামে দুই জা। দুজনেরই স্বামী ভিনরাজ্যে রাজমিস্ত্রির কাজ করেন। বাড়িতেই থাকেন বৃদ্ধ শ্বশুর। পরিবারের সদস্যদের দাবি, এদিন দুপুর বেলা কাঁধে ব্যাগ নিয়ে অপরিচিত এক ব্যক্তি বাড়িতে ঢোকেন।

তারপরেই বাড়ির কাঁসার আসবাবপত্র পরিষ্কার করে দেওয়ার কথা বললে সরল মনে দিয়ে দেন ওই মহিলারা। এক শিশুর চাঁদির গয়নাও পরিষ্কার করেন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তারপরেই কার্যত সুকৌশলে সোনার গয়না চেয়ে বসে ওই লোকটি। প্রথমে ইতস্তত বোধ করলেও কোনোরকম সন্দেহ না করেই সোনার গয়না পরিষ্কার করতে দিয়ে দেন বিড়ি শ্রমিক ওই দুই মহিলা। সঙ্গে দেন একটি কাঁসার গ্লাসও। কিছুক্ষণ পরেই ঢাকা দেওয়া কাঁসার গ্লাসটি দুই মহিলাকে ফেরত দিয়ে ২০ মিনিট পর খুলতে বলে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তারপরেই কার্যত চম্পট দেয় ওই প্রতারক। অভিযোগ, কয়েক মিনিটের মধ্যেই কাঁসার গ্লাস খুলতেই সোনার গয়না দেখতে না পেয়ে কার্যত সংজ্ঞা হারান দুই মহিলা। কান্নায় ভেঙে পড়েন তারা।

Hooghly News : মহিলাকে ছুরির আঘাত করে ডাকাতির চেষ্টা, হুগলিতে ধৃত ২
বহু খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি ওই প্রতারককে। ভর দুপুরে গ্রামের মধ্যে প্রবেশ করে এভাবে প্রতারণা করে তিন ভরি সোনা নিয়ে চম্পটের ঘটনায় এলাকায় কার্যত শোরগোল পড়ে গিয়েছে। পুরো ঘটনার তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ। এই বিষয়ে সাফিয়া খাতুন জানান, “লোকটি এত সুন্দর ভাবে সব জিনিষ পালিশ করে দিচ্ছিল, আর সঙ্গে এত অমায়ক ব্যবহার ছিল যে ভাবতেও পারিনি সোনা নিয়ে পালিয়ে যাবে, তাও আমাদের চোখের সামনে থেকে। আমরা গরীব মানুষ। অনেক কষ্ট করে সঞ্চয় করে জমিয়েছিলাম জিনিষগুলি। নিজেদের ভুলে সব হারিয়ে গেল।”

Murshidabad Road Accident : শ্বশুরবাড়ি থেকে স্ত্রী-পুত্রকে নিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল স্বামীর
প্রসঙ্গত দিন কয়েক আগে নবগ্রামে একই কৌশলে সোনা হাতিয়ে চম্পট দিয়েছিল প্রতারক। এখনও তার কিনারা করতে পারেনি পুলিশ। পুলিশের অনুমান প্রতারনার একটি চক্র জেলায় ঘুরছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *