স্থানীয়রা দুই পরিবারের সদস্যদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (Panagarh Block Primary Health Centre) নিয়ে যান। স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে কাঁকসা থানার পুলিশের (Kanksa Police Station) দ্বারস্থ হয়েছে দুই পরিবারই।
এক পরিবারের সদস্য অসীম দত্ত আর এক পরিবারের প্রতি অভিযোগ করে বলেন, “ওই পরিবারের এক সদস্য দেবাশিস দত্ত সম্পর্কে আমার কাকা হন। আমাদের পরিবারের ওপর ওদের বরাবরের হিংসা। কিছুদিন আগেই আমাদের নতুন বাড়ি তৈরি হয়। তাতে গৃহপ্রবেশ হওয়ার পর থেকেই আমাদের ইঙ্গিত করে বেশ কিছুদিন ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করত ওরা। আর আজ রড বের করে আমাদের কোনও কারণ ছাড়াই ব্যাপকভাবে মারধর করা হয়েছে। আমাদের দোকান বন্ধ করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।” অসীম দত্ত জানান, তার পরিবার এই বিষয়ে কাঁকসা থানায় (Kanksa Police Station) অভিযোগ দায়ের করে দোষীদের শাস্তির দাবি করেছেন।
যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন দেবাশিস দত্ত। তার বক্তব্য, “আমাদের তরফ থেকে কোনও হাঙ্গামা বা প্ররোচনা দেওয়া হয়নি। আমরা আমাদের মতন ছিলাম। সম্পর্কে আমার ভাইপো অসীম দত্ত ও আমার দাদা স্বপন দত্ত আমাদের ওপর হামলা চালায়। আত্ম প্রতিরোধে আমরা যা করার করেছি। ওদের বাড়ি বা দোকান কোনও কিছুর ওপরেই আমার বা আমার পরিবারের কোনও লোভ বা নজর নেই। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার ও আমার পরিবারকে এই এলাকায় বদনাম করার চেষ্টা।”
যদিও স্থানীয় মানুষদের মতে, এই দুই পরিবারের মধ্যে বেশ অনেকদিন ধরেই উত্তপ্ত বাতাবরণের পরিবেশ রয়েছে। বাড়ি ও সম্পত্তি নিয়েও ঝামেলা রয়েছে। আগেও ঝামেলা হয়েছে। পুলিশের কাছে যাওয়া হয়েছে। স্থানীয়দের মতে, আজ এই দুই পরিবারই বেশি মারমুখী হয়ে উঠেছিল।