Santanu Thakur : রাস্তার অবস্থা বেহাল, কেন্দ্রীয় মন্ত্রীকে আটকালেন মহিলারা! নেমে আসতে বাধ্য করা হল শান্তনুকে – villagers stopping minister shantanu thakur convoy for bad road condition in bangaon


West Bengal News : দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার হাল বেহাল। অভিযোগ, বারবার সমস্যার কথা জানিয়েও লাভ হয়নি বিশেষ। এই অবস্থায় এলাকা দিয়ে যাচ্ছিলেন BJP সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Santanu Thakur)। তাঁকেই হাতজোড় করে থামিয়ে দিলেন গ্রামের মহিলারা। রাস্তার পাশে হাতজোড় করে দাঁড়িয়ে মন্ত্রীর কনভয় থামিয়ে বেহাল রাস্তা দেখালেন গ্রামের মহিলারা। অভিযোগ এলাকায় BJP ভোটে জেতায় তৃণমূলের (Trinamool Congress) দখলে থাকা পঞ্চায়েত ঠিক করছে না রাস্তা, এমনই দাবি বাসিন্দাদের। বিষয়টি খুব তাড়াতাড়ি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী (Santanu Thakur)। এদিন বনগাঁ’র (Bangaon) গাড়াপোতা পঞ্চায়েতের চাঁদা জামতলা এলাকায় ঘটনাটি ঘটে। সূত্রের খবর অনুযায়ী, রবিবার ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সঙ্গে ছিল তাঁর কনভয়।

Bharatiya Janata Party : ‘৩টে কেন ৩০০টা কেস দিয়েও থামানো যাবে না!’ তোপ বনগাঁর BJP বিধায়কের
আর তখনই তাঁকে ঘিরে ধরেন গ্রামবাসীরা। রাস্তার পাশে দাঁড়িয়ে হাত জোড় করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের (Santanu Thakur) কনভয় থামিয়ে এলাকার বেহাল রাস্তা দেখান গ্রামের মহিলারা৷ এক মহিলা অভিযোগ করে বলেন, “গত ভোটে এলাকায় জিতেছিল BJP৷ তাই পঞ্চায়েতের পক্ষ থেকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করা হচ্ছে না৷ প্রায় বছর পঁচিশ হল রাস্তা বেহাল অবস্থায় রয়েছে।”

ওই মহিলা আরও বলেন, “শুধু ভোট হলেই দেখা মেলে নেতাদের। তারা আসেন বিভিন্ন প্রতিশ্রুপতি দিয়ে ভোট নিয়ে চলে যান। কিন্তু ভোট মিটে গেলে আর কারো দেখা পাওয়া যায় না।” অভিযোগ, বনগাঁ (Bangaon) লোকসভার অন্তর্গত বাগদার এই গাড়াপোতা পঞ্চায়েতের চাঁদা জামতলা এলাকায় উন্নয়নের কোনও ছোঁয়া লাগেনি।

Didir Doot : ‘গ্রামে ঢুকবেন না দিদির দূত…’, হাতে পোস্টার নিয়ে জলপাইগুড়িতে এলাকাবাসীর বিক্ষোভ জলপাইগুড়িতে
এই ঘটনার পরিপ্রেক্ষিতে গাড়ি থেকে নেমে আসতে হয় শান্তনুকে। মানুষের কথা শুনে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “এমপি ল্যাডের টাকা বন্ধ থাকায় আপনাদের রাস্তা মেরামত হয়নি। তবে অবিলম্বে এই রাস্তা মেরামতের ব্যবস্থা করে দেব।” কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের কথা দিয়ে যান, শীঘ্রই এই রাস্তা সংস্কারের কাজ হবে। এরপর স্থানীয় মানুষজন জানান, এই রাস্তা সঠিক সময়ে মেরামত না হলে তারা ভোট বয়কট করবেন। মানুষের বিক্ষোভের সামনে পড়ে কেন্দ্রীয়মন্ত্রী সমস্ত কথা শুনে শেষে বলেন, যত তা়ড়াতাড়ি সম্ভব এই রাস্তা মেরামত হবে।

Pradhan Mantri Awas Yojana : নাম নেই আবাস যোজনায়, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনেই বিক্ষোভ গ্রামবাসীদের
উল্লেখ্য, এদিন দুপুরে শান্তনুবাবু বাগদার আউলডাঙ্গাতে BJP-র একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন৷ চাঁদা জামতলা এলাকায় শতাধিক মহিলা বনগাঁ বাগদা সড়কের পাশে আগে থেকে খবর পেয়ে দাঁড়িয়ে পড়েন৷ আর হাতজোড় করে বিনয়ের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়কে দাঁড় করান৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *