Uttar Dinajpur : বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রৌঢ়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, রহস্য রায়গঞ্জে – veteran man dead body found outside of his house in raiganj


West Bengal News : বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এক প্রৌঢ়ের ক্ষতবিক্ষত মৃতদেহ (Dead Body) উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার রায়গঞ্জে (Raiganj)। রবিবার দুপুরে একটি জঙ্গলাকীর্ন এলাকায় উদ্ধার হয় গলায় দড়ির ফাঁস লাগানো দেহটি (Dead Body)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম ললিত বর্মন। বয়স ৫৭ বছর। পেশায় শ্রমিক ছিলেন তিনি। বাড়ি রায়গঞ্জ থানার (Raiganj Police Station) মহিষবাথান এলাকায়। পরিবারে রয়েছেন তার স্ত্রী। একমাত্র মেয়ে বিবাহিতা।

Uttar 24 Pargana : মাঠ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ! পাশে মিলল পিস্তল, চাঞ্চল্য ভাটপাড়ায়
জানা গিয়েছে, গত ৭ দিন আগে রহস্যজনক ভাবে ওই ব্যক্তি নিখোঁজ হয়ে যান। পুলিশে মিসিং ডায়েরিও করা হয়েছিল। এরপর রবিবার বাড়ি থেকে ৫০০ মিটার দুরে দেহটি পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। গলায় দড়ির ফাঁস জড়ানোর পাশাপাশি মুখে গভীর ক্ষত রয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তাকে নৃশংস ভাবে খুন করা হয়েছে বলেই মনে করছেন আত্মীয় পরিজনেরা।

Uttarbanga Medical College : নার্সিং ছাত্রীর রহস্যমৃত্যু, উত্তরবঙ্গ মেডিক্যালের আবাসনে উদ্ধার ঝুলন্ত দেহ
মৃতের আত্মীয় মহাদেব বর্মন বলেন, “অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন ললিত। সকলের সঙ্গেই তার সুসম্পর্ক ছিল। এমন একজন মানুষের এই পরিনতি মেনে নিতে পারছি না কিছুতেই।” খবর পেয়ে এদিন ঘটনাস্থলে উপস্থিত হন পঞ্চায়েত সমিতির সদস্যের প্রতিনিধি পূরন বর্মন। তিনিও খুনের অনুমান করছেন। তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন পূরন বাবু। এদিন তিনি বলেন, “অত্যন্ত উদ্বেগজনক খবরটা পেয়েই ছুটে এলাম। একজন বয়স্ক মানুষের সঙ্গে যে এইরকম ঘৃণ্য কাজ কেউ করতে পারে, তা ভেবেই খারাপ লাগছে। পুলিশের সঙ্গে আম্র এই বিষয়ে কথা হয়েছে। তারা সঠিক তদন্ত করে দোষীদের খুব তাড়াতাড়ি খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন।”

Baruipur Police : বারুইপুরে পুলিশ কর্মীর রহস্যমৃত্যু, শ্মশানের পাশ থেকে উদ্ধার দেহ
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Raiganj Medical College and Hospital)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বিশদে বলতে রাজি নয় পুলিশ। বিশেষ সূত্রে অবশ্য জানা গিয়েছে, এই ঘটনার তদন্তে ফরেনসিক (Forensic) টিমের সাহায্য নেওয়া হতে পারে। আসে পাশের লোকজন ও পাড়া প্রতিবেশীদের থেকেও বিশদে খোঁজখবর করতে শুরু করেছে পুলিশ। যোগাযোগ করা হচ্ছে মৃতের মেয়ে ও জামাইয়ের সঙ্গেও। ওই ব্যক্তির কাজের জায়গায় বা ব্যক্তিগত স্তরে কারোর সঙ্গে কোনও ঝামেলা বা শত্রুতা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *