কলকাতার আবহাওয়া (Weather Update Kolkata)…
রবিবার কলকাতায় একধাক্কায় বেড়েছে তাপমাত্রার পারদ। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এদিনে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩১ শতাংশ। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়বে। চলতি বছর শীতের প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা নেই, স্পষ্ট জানিয়েছে আলিপুর। তবে ১৩ এবং ১৪ তারিখ ফের কিছুটা তাপমাত্রার পারদ নামবে। বুধবার থেকে ফের বাড়বে গরম।
তাপমাত্রার পরিবর্তন দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update)…
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গরম পড়ার পূর্বাভাস। কিছু জেলায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা গেলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। আগামী বুধবার থেকে তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির খবর। আপাতত চারদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ বৃষ্টির ভ্রুকুটি ছাড়াই নির্বিঘ্নে কাটতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া (North Bengal Weather Update)?
উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের ছোঁয়া। দার্জিলিং ও কালিম্পংয়ে রবিবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জায়গা থাকবে শুষ্কই। সেখানের জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রার পারদ। পাশাপাশি ঘন কুয়াশা দেখা যেতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে।
একনজরে দেশের আবহাওয়া…
পঞ্জাব ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী মঙ্গলবার নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা প্রবেশ করতে পারে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। কাশ্মীর ভ্যালি, জম্মু-কাশ্মীর, লাদাখে আগামী ২৪ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য ও সমতল এলাকায় রবিবার ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।
