Abhishek Banerjee On Nisith Pramanik : রবিবার নিশীথের বাড়ি ঘেরাও, প্রস্তুতি নিচ্ছে তৃণমূল – abhishek banerjee said to protest infront of nisith pramanik house 19 february


এই সময়: বিএসএফের (BSF) গুলিতে কোচবিহারের (Cooch Behar) গীতালদহে এক রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়ি ঘেরাও করার ডাক দিল তৃণমূল (TMC)। ত্রিপুরা যাওয়ার পথে রবিবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই ঘেরাও কর্মসূচির কথা ঘোষণা করেছেন। কোচবিহারের মাথাভাঙায় শনিবার তৃণমূলের জনসভায় গীতালদহে বিএসএফ-এর গুলিতে প্রেমকুমার বর্মণের মৃত্যু নিয়ে সরব হয়েছিলেন অভিষেক। নিহত প্রেমকুমারের মা-বাবাকে মঞ্চে ডেকে এনে তাঁদের পাশে থাকার বার্তাও দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল এই যুবকের মৃত্যুর ঘটনায় শেষ দেখে ছাড়বে সে কথা শনিবারই বলেছিলেন অভিষেক।

Abhishek Banerjee On Nisith Pramanik : ‘বাড়ি ঘেরাও করতে হবে…’, নাম না করে নিশীথকে আক্রমণ অভিষেকের
রবিবার তিনি বলেন, ‘বিজেপি যা ইচ্ছে, তাই করবে! মানুষের কি বলার কোনও জায়গা নেই? এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব আমরা।’ তাঁর সংযোজন, ‘কোচবিহার জেলা তৃণমূলের এদিন বৈঠক ছিল। সবাই ঠিক করেছেন, আগামী ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করা হবে। অবস্থান হবে। এর জবাব দিতে হবে। কেন রাজবংশীদের উপরে অত্যাচার হবে? কেন নমঃশূদ্রদের উপর অত্যাচার হবে? কেন মতুয়াদের উপরে অত্যাচার হবে? কেন কুড়মি, বাগদি, বাউড়ি, আদিবাসীদের উপর অত্যাচার হবে?’

Abhishek Banerjee : ‘উত্তরবঙ্গ নাম নিয়ে আমার আপত্তি রয়েছে…’, অভিন্ন বাংলার পক্ষে ফের সওয়াল অভিষেকের
প্রেমকুমারের মৃত্যুর ঘটনায় যাঁরা অভিযুক্ত, তাঁদের যাতে শাস্তি হয়–তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করার কথা ইতিমধ্যে ঘোষণা করেছেন অভিষেক। কিন্তু তৃণমূল এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও করার ডাক দেওয়ায় রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘আবাস যোজনায় লুট, শিক্ষাক্ষেত্রে ৪০ হাজার চাকরি বিক্রি করে দেওয়া-সহ নানা কারণে যখন জনরোষ বাড়ছে, তখন এই দুর্বল চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। মানুষের নজর ঘোরানোর জন্য এটা করা হচ্ছে। কিন্তু মানুষকে এত বোকা ভাবার কোনও কারণ নেই।’ পশ্চাদপদ জনগোষ্ঠীর উপরে অত্যাচার হচ্ছে বলে অভিষেক অভিযোগ করায় শমীকের বক্তব্য, ‘তৃণমূলের হিংসায় বিজেপিক অন্তত ৫৬ জন তফসিলি জাতি ও উপজাতির অংশের মানুষ নিহত হয়েছে। তৃণমূলই রাজ্যজুড়ে এই হিংসার রাজনীতি করছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *