Child Trafficking : নিয়ম বর্হিভূতভাবে দত্তক নেওয়া ২ একরত্তিকে উদ্ধার, নেপথ্যে শিশু পাচার চক্র? তদন্তে পুলিশ – balurghat child welfare committee recovered 2 children


West Bengal News : অবৈধভাবে দত্তক নেওয়া দুটি শিশুকে উদ্ধার করল চাইল্ড লাইন। বর্তমানে দুটি শিশুই দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (Child Welfare Committee) হেফাজতে রয়েছে। এভাবে অবৈধভাবে শিশু দত্তক নেওয়ার বিষয়টি সামনে আসতেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অনুমান এর পেছনে কোনও চক্র কাজ করছে। পুরো বিষয়টি যাতে সামনে আসে তার জন্য চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে৷ অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্ত শুরু করল বালুরঘাট থানার পুলিশ (Balurghat Police)। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে চাইল্ড লাইন ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে খবর আসে বালুরঘাট শহর সংলগ্ন এলাকায় একটি চার মাসের শিশু রয়েছে। শিশুটি অবৈধভাবে দত্তক নেওয়া হয়েছে৷ বিষয়টি জানতে পেরে গত মাসের ১৭ তারিখ বালুরঘাটের চকভৃকন থেকে ওই কন্যা সন্তানটিকে উদ্ধার করে চাইল্ড লাইন৷

SSC Group D Scam: চাকরি বাতিলের তালিকায় ৪২ গ্রুপ ডি কর্মীর নাম, এখনও কোনও নির্দেশ পায়নি স্কুল বলে দাবি
এদিকে এই বিষয়ে আরও খোঁজ খবর করতে গিয়ে আরও একটি সন্তানের খোঁজ মেলে। বছর আড়াইয়ের ওই শিশুকেও অবৈধভাবে দত্তক নেওয়া হয়েছে বলে অভিযোগ ছিল। জানা গিয়েছে, উদ্ধার হওয়া শিশু দুটির বাবা ও মা একই। এই তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসে জেলা চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি। একই পরিবারের দুটি সন্তানকে অবৈধ ভাবে টাকা বা অন্য কিছুর প্রলোভন দেখিয়ে দুটি শিশুকে অন্যের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। জানা গিয়েছে, ওই দম্পতির মোট চারটি সন্তান রয়েছে। প্রথম সন্তান কন্যা হওয়ার পর যমজ পুত্র ও কন্যা হয় এবং শেষ সন্তানটি পুত্র সন্তান ছিল। এই চার জনের মধ্যে যমজ কন্যা সন্তান ও শেষের পুত্র সন্তানকে অন্যের হাতে তুলে দেন তাঁরা। টাকা না আর্থিক অনটনের জন্য নিজের দুই সন্তানকে অন্যের হাতে তুলে দিয়েছেন তা এখনও পরিস্কার নয় চাইল্ড লাইন ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে।

Siliguri Accident : শিলিগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা, লরির সঙ্গে সংঘর্ষ অ্যাম্বুল্যান্সের! মৃত ৩
যাঁদের কাছে দুটি শিশু পাওয়া গিয়েছে, তাঁদের বাড়ি অন্যত্র। সম্ভ্রান্ত পরিবার হওয়ার পরও কেন অবৈধভাবে সন্তান দত্তক নিলেন দুটি পরিবারই, সেই জায়গা থেকে উঠছে একাধিক প্রশ্ন। এবিষয়ে জেলা চাইল্ড লাইনের কাউন্সিলর রীতা মাহাতো বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে দুটি শিশুকে উদ্ধার করে তাদের চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। দুটি শিশুকেই বেআইনিভাবে হস্তান্তর করা হয়েছে” অন্যদিক, এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, “এ নিয়ে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার করা হয়নি। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *