Coal Smuggling Case: কয়লা পাচারে অভিযুক্ত লালা ঘনিষ্ঠ রত্নেশ ভার্মার ১৪ দিনের জেল হেফাজত – ratnesh verma accused in coal smuggling case got 14 days jail custody


Coal Smuggling Case CBI Investigation: বেআইনি কয়লা কাণ্ডে লালা ওরফে অনুপ মাজির ঘনিষ্ঠ রত্নেশ ভার্মাকে (Ratnesh Verma) জেল হেফাজতে পাঠালেন আসানসোল সিবিআই আদালতের বিচারক। সোমবার তাকে আসানসোল সিবিআই আদালতে (Asasol CBI Court) তোলা হয়েছিল। এর আগে গত ২ ফেব্রুয়ারি রত্নেশ ভার্মাকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। বিচারক সেদিন রত্নেশ ভার্মাকে সিবিআই হেফাজতের (CBI Custody) নির্দেশ দিয়েছিলেন।সেই সিবিআই হেফাজত শেষ হওয়ার পর পুনরায় সোমবার তাকে আসানসোল কোর্টে (Asansol Court) তোলা হয়।

রত্নেশের আইনজীবী সোমনাথ চট্টরাজ এদিন জামিনের জন্য কোনও আবেদন করেননি বলে জানা গিয়েছে। বিচারক তাই রত্নেশ ভার্মাকে এদিন ১৪ দিনের জন্য জেল হেফাজতের (Jail Custody) নির্দেশ দেন। যদিও জেল হেফাজতে থাকাকালীন সিবিআই আধিকারিকরা জেলে গিয়ে রত্নেশ ভার্মাকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে বিচারক শুনানিতে জানিয়েছেন।

Calcutta High Court: বিকাশ মিশ্র মামলায় আদালত অবমাননার অভিযোগ, দিনক্ষণ জানিয়ে হলফনামা পেশ CBI-এর

আসানসোলের নরসমুদা খনি সংলগ্ন এলাকায় বাড়ি রত্নেশ ভার্মার। তার বিরুদ্ধে অভিযোগ, এই রত্নের ভার্মা বেআইনি কয়লা পাচারের পরিবহনের সঙ্গে যুক্ত ছিল। চুরি হওয়া কয়লা রত্নেশের সাহায্যেই কয়লা মাফিয়ারা বিভিন্ন গন্তব্যে পৌঁছাত। রত্নেশের নিজস্ব লরি ছিল এবং এই বেআইনি কয়লা পাচারের জন্য অন্যান্য লরিও সে নিজের কাজে ভাড়ায় খাটাত । প্যাড বা অবৈধ চালান দিয়ে এই কয়লা পাচার হতো বলে তদন্তে উঠে এসেছে। এর পাশাপাশি রত্নেশের বিরুদ্ধে আরও অভিযোগ সে এই পুরো কর্মকাণ্ডে লিঙ্ক ম্যানের কাজ করত। অর্থাৎ কয়লা চুরিতে মদত দেওয়া সহ বিভিন্ন খনি সংস্থার ম্যানেজার আধিকারিকদের টাকা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া রত্নেশের কাজ ছিল। দীর্ঘদিন ধরেই ফেরার ছিল রত্নেশ ভার্মা । হঠাৎই ৩১ জানুয়ারি আসানসোল সিবিআই আদালতে এসে আত্মসমর্পণ করে রত্নেশ। সেই দিন বিচারক তাকে জেলে পাঠায়। পরবর্তীকালে ২ ফেব্রুয়ারি রত্নেশ ভার্মাকে পুনরায় কোর্টে তোলা হলে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। হেফাজতে থাকাকালীন তার কাছ থেকে নানান চাঞ্চল্যকর তথ্য প্রভাবশালীদের নাম পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর। সোমবার রত্নেশ ভার্মাকে পুনরায় আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতে পাঠালেন বিচারক। তার বর্তমান ঠিকানা আসানসোল সংশোধনাগার। এই জেলে রয়েছেন গোরু পাচারে অভিযুক্ত বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *