DA Protest In Nadia School : রাজ্যজুড়ে ডিএ চেয়ে কর্মবিরতির মধ্যে অভিনব চিত্র নদিয়ায় স্কুলে, কী করলেন শিক্ষকরা? জানুন – da teachers protest in nadia shantipur school


West Bengal News : বকেয়া DA ও স্বচ্ছ নিয়োগের দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে দিনভর কর্মবিরতিতে (Work Strike) সামিল হয়েছেন সারা রাজ্যের সরকারী কর্মচারীদের (State Government Employee) একাংশ। আর এখানেই অভিনবভাবে কর্মবিরতির ডাক দিয়েছেন নদিয়া (Nadia) জেলার শান্তিপুরের (Shantipur) এক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা। একদিকে স্কুলে চলছে মিড ডে মিলের রান্নার কাজ, অন্যদিকে চলছে বিদ্যালয়ের পঠন পাঠন। শুধুমাত্র বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতায় সই না করে কর্মবিরতি (Work Strike) ডাকের কর্মসূচি পালন করলেন গোটা বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকারা। উল্লেখযোগ্য এই ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) শান্তিপুর (Shantipur) গোবিন্দপুর দ্বারিকানাথ ইনস্টিটিউশন উমা উচ্চ বিদ্যালয়ে। উল্লেখ্য আজ যৌথ মঞ্চের ডাকে সারা রাজ্যজুড়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা DA সহ একাধিক দাবি দাওয়া নিয়ে ডাক দিয়েছেন কর্মবিরতির।

DA Protest : ডিএ-র দাবিতে রাজ্যজুড়ে কর্মবিরতি, জেলায় জেলায় ‘পেন ডাউন’ সরকারি কর্মচারীদের একাংশের
সকাল থেকেই বিভিন্ন আদালত সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা (State Government Employee) এই কর্মবিরতির ডাক পালন করছেন। কিন্তু অভিনব ভাবে কর্মবিরতির ডাক পালন করতে দেখা গেল নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর দ্বারিকানাথ ইনস্টিটিউশন উমা উচ্চ বিদ্যালয়ে। শিক্ষকরা জানিয়েছেন, সারা রাজ্যজুড়ে চলছে কর্মবিরতির ডাক, কিন্তু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাঁরা শুধুমাত্র রেজিস্ট্রি খাতায় সই না করে চালাচ্ছেন বিদ্যালয়ের পঠন পাঠন। ছাত্রছাত্রীরা যাতে অভুক্ত না থাকে তাই প্রতিদিনের মতো মিড ডে মিল রান্নার ব্যবস্থাও করা হচ্ছে। কর্ম বিরতির ডাক নিয়ে স্কুলের এক শিক্ষককে প্রশ্ন করলে তিনি বলেন, “আমাদের দুটো খুবই গুরুত্বপূর্ণ দাবি, দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ করতে হবে। এছাড়াও আমাদের প্রাপ্য ডিএ অবিলম্বে দিতে হবে”। সারা রাজ্যে কর্মবিরতির মাঝে শান্তিপুরের স্কুলের এমন এক অভিনব কর্মবিরতি আলোড়ন ফেলেছে রাজ্যের সরকারী কর্মচারীদের মধ্যে।

West Bengal Govt DA : ‘আন্দোলন ভয়ংকর আকার নেবে…’, পূর্ণদিবস কর্মবিরতিতে হুংকার সরকারি কর্মচারিদের
আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। এর আগে গত ১লা ফেব্রুয়ারি ২ ঘণ্টার জন্য কর্মবিরতি পালন করা হয় এই সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে। শুধু তাই নয়, এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠিও দেয় তাঁরা। পুরো বিষয়টি জানিয়ে কেন্দ্র ও রাজ্যের সমস্ত ট্রেড ইউনিয়ন, কর্মী ইউনিয়নকেও চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবার সপ্তাহের প্রথম কাজের দিন কর্মবিরতির ডাক। উল্লেখ্য, গত ২৭শে জানুয়ারি থেকে শিক্ষক, শিক্ষাকর্মী, চিকিৎসক, নার্স, পুরসভার কর্মী, আদালতের কর্মী, পঞ্চায়েত কর্মীদের ২৮টি সংগঠন শহিদ মিনারে সংগ্রামী যৌথমঞ্চের ব্যানারে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *