Dakshin 24 Pargana : মদ্যপ অবস্থায় বৃদ্ধকে মারধর! বাধা দিতে গিয়ে আহত যুবক, চাঞ্চল্য নরেন্দ্রপুরে – youth beaten for protesting against some drunk man in narendrapur


West Bengal News : মদ্যপ অবস্থায় এক বয়স্ক ফল বিক্রেতাকে মারধর করছিল এক যুবক। ঘটনাটি লক্ষ্য করে এগিয়ে আসেন এক যুবক। এভাবে বৃদ্ধকে মারার প্রতিবাদ করেন। পালটা সেই প্রতিবাদীর কপালেও জোট মার। ইঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা নরেন্দ্রপুর থানা (Narendrapur Police Station) এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় প্রতিবাদী যুবক বিশ্বজিৎ মণ্ডল। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

South 24 Pargana: যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীকে, অসুস্থ হতেই জানাজানি! গ্রেফতার শিক্ষক
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত এক বৃদ্ধকে বাচাঁতে গিয়ে ইটের আঘাতে আহত এক প্রতিবাদী। ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানা (Narendrapur Police Station) এলাকার খেয়াদহের গোপালনগরে। স্থানীয় একটি ফলের দোকান থেকে ফল কেনেন স্থানীয় দুই ব্যক্তি। ফল বিক্রেতা ৬২ বছর বয়সী বিনোদ ঘরামি ফলের টাকা চাইলে তাঁকে মদ্যপ অবস্থায় মারধর করা হয় বলে অভিযোগ। গৌড় বিশ্বাস ও নিতাই বিশ্বাস বলে স্থানীয় দুই যুবক ওই বৃদ্ধ ফল বিক্রেতাকে মারধর করে বলে অভিযোগ করেন বিশ্বজিৎ মণ্ডল। বিশ্বজিৎ বলেন, “ওই দুই যুবক বাকিতে ফল বিক্রেতার কাছ থেকে ফল কিনছিল। দোকানদার পয়সা চাওয়ায় ওঁকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ওঁর দোকানের ভেতর ফেলে মারধর শুরু করে। আমি বিষয়টি দেখে প্রতিবাদ করি। এরপর আমাকেও মারধর করা হয়।”

Nadia News : নেশা করার শাস্তি! রানাঘাটে যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার বাবা-দাদা
বৃদ্ধকে মারধর করার ঘটনাটি দেখতে পেয়ে দৌড়ে আসেন বিশ্বজিৎ মণ্ডল। অভিযোগ, এরপর তাঁর উপরও চড়াও হয় ওই দুই অভিযুক্ত যুবক। তাঁকেও মারধর করা হয় বলে জানান বিশ্বজিৎ। ইট দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে রবিবার দুপুরে। এই ঘটনায় রবিবার রাতেই নরেন্দ্রপুর থানায় (Narendrapur Police Station) অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিশ্বজিৎ মণ্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তরা পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Purulia News : ছোটদের ঝগড়া বদলে গেল পারিবারিক ঝামেলায়! পুরুলিয়ায় কাকার হাতে খুন ভাইপো
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকাতেও। স্থানীয় বাসিন্দারা এই ঘটনা শুনে প্রতিবাদ জানান। ফল বিক্রেতা ওই বৃদ্ধকে বেধড়ক মারধর করায় সহ্য করতে পারেননি বিশ্বজিৎ। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। বৃদ্ধকে মারের হাত থেকে বাঁচানোয় অভিযুক্ত যুবকরা বিশ্বজিৎকে মারধর করে। ইটের আঘাতে বিশ্বজিৎ মাথায় আঘাত পাওয়ায় স্থানীয় চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা করান। এরপর রাতেই তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কাউকে আটক করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *