Home Guard : বেহালায় মহিলা হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যু, কারণ নিয়ে ধন্দে পুলিশ – women home guard died unnatural death in behala


West Bengal News : এক মহিলা হোম গার্ডের (Home Guard) অস্বাভাবিক মৃত্যু ঘটল বেহালা থানা (Behala Police Station) এলাকার ভাষাপাড়া এলাকায়। সূত্রের খবর, গত তিন মাস ধরে ভাষাপাড়ার এই বাড়িতে তিনি ভাড়া থাকতেন। মৃত হোমগার্ডের (Home Guard) নাম সোমা ভট্টাচার্য বয়স ৪৮। আজ সকালবেলা বাড়ির মালিক ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে দেখেন ঘরের ভেতর থেকে দরজা বন্ধ।

Haridevpur Incident : পরকীয়ার জেরে আত্মহত্যা? হরিদেবপুরের ফ্ল্যাটে ঝুলন্ত স্বামীর সঙ্গেই অচেনা মহিলার দেহ উদ্ধার! হতবাক স্ত্রী
এরপর পাড়া, প্রতিবেশীদের ডাকা হয়। প্রতিবেশীরা এসে বেহালা থানায় (Behala Police Station) খবর দিলে বাড়িতে পুলিশ আসে। দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ দেখে মেঝের উপর পড়ে আছেন সোমা। তাঁর ঘরের ভিতরে একটি বাটি পাওয়া গিয়েছে। তার মধ্যে কিছু কীটনাশক জাতীয় ছিল এবং পুলিশের প্রাথমিক অনুমান সেটা খেয়েই সোমা ভট্টাচার্যর মৃত্যু হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে (Vidyasagar Hospital) নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Hooghly News : চুঁচুড়ায় পুলিশ কর্মীর রহস্যমৃত্যু, দোকানে উদ্ধার ঝুলন্ত দেহ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছ’মাস আগেই সোমা ভট্টাচার্যর স্বামী আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই তিনি একটু মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণেই এই ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট (Suicide Note) উদ্ধার করা হয়েছে। তাতে লেখা আছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। এই বিষয়ে স্থানীয় প্রতিবেশী গীতা দাস জানান, “সোমা মাত্র তিন মাস হল এই বাড়িতে এসেছিলেন। এর আগে তিনি অন্য জায়গায় ভাড়া থাকতেন। সোমা বা তাঁর স্বামীর বাড়ি কোথায় সেটি আমার জানা নেই। উনেছিলাম ৬ মাস আগেই সোমার স্বামী আত্মহত্যা (Suicide) করেছিলেন। কিন্তু কি কারণে সেটা সোমা কোনোদিন বলেননি।”

West Bengal Latest News: রাজারহাটে বার ডান্সারের রহস্যমৃত্যু, লিভ ইন পার্টনারকে আটক পুলিশের
প্রতিবেশী গীতা দাস আরও বলেন, “সোমার সঙ্গে কথা হলেই মনে হত ভিতরে ভিতরে খুব কষ্টের মধ্যে আছেন। মনে হত স্বামী মারা যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণেই হয়ত নিজেও আত্মহত্যা করলেন।” পুলিশের তরফ থেকে এই মুহূর্তে কিছু মন্তব্য না করা হলেও, ময়নাতদন্তের পূর্ণ রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, পুলিশ সোমার পরিবারের লোক ও আত্মীয়স্বজনদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *