Hooghly News : সৌন্দর্য্য বৃদ্ধিতে সেলফি জোন, খানাকুল থানার উপহারে খুশি এলাকাবাসী – i love khanakul selfie zone established at khanakul police station make happy local citizen


West Bengal News : হুগলির আরামবাগ শহরের পর এবার খানাকুলেও তৈরি হল আই লাভ খানাকুল নামে ল্যান্ডমার্ক ও সেলফি জোন। নতুন এই ল্যান্ডমার্ক তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি খানাকুলবাসী। খানাকুল থানার (Khanakul Police Station) উদ্যোগে এই ল্যান্ডমার্ক তৈরি করা হয়েছে। শুরুর দিন থেকেই ল্যান্ড মার্কের সামনে সেলফি তোলার ভিড় স্থানীয় তরুণ-তরুণীদের।

Hooghly News : কেভেন্টার চিটফান্ড সংস্থার মালিককে ধরতে আরামবাগে পুলিশি হানা, পলাতক অভিযুক্ত
আরামবাগের SDPO অভিষেক মণ্ডলের নির্দেশে খানাকুল থানার (Khanakul Police Station) উদ্যোগে তৈরি হয়েছে নতুন ল্যান্ড মার্ক। জানা গিয়েছে, সন্ধ্যা হলেই খানাকুল থানায় ‘আই লাভ খানাকুল’ দেখতে ভিড় জমাচ্ছেন যুবক যুবতীরা। আজকের প্রজন্মের তরুণ-তরুণীদের জন‍্য বিশেষ আকর্ষণীয় এই স্থান। খানাকুলবাসীর কাছে থানার উদ্যোগে এই ল্যান্ড মার্ক উপহার হিসাবে তুলে দেওয়ায় খুশি এলাকাবাসী। প্রাথমিকভাবে থানার সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে অনেকে সংকোচ বোধ করলেও কয়েকজন সাহস পেতেই ল্যান্ড মার্কে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। সন্ধ্যার আলোতে আরও মোহময়ী ল্যান্ড মার্কের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছেন বাচ্চা থেকে বয়স্ক সকলেই।

Hooghly News : জঙ্গল ছেড়ে আরামবাগের লোকালয়ে দাঁতালের হানা, আতঙ্কে এলাকাবাসী
উল্লেখ্য, আরামবাগ মহকুমার (Arambagh Sub Division) মধ্যে প্রথম আরামবাগ শহরের শিশু উদ্যানে ‘আই লাভ আরামবাগ’ ল্যান্ডমার্ক বসানো হয়। ‘আই লাভ আরামবাগ’কে ঘিরে যুবক-যুবতীদের উন্মাদনা দেখা যায়। রীতিমতো সেলফি জোন গড়ে ওঠে। আই লাভ আরামবাগ নামে একটি সাইন ফলক বসানো হয়। এই ফলক বসানোয় খুশি হয় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। পাশাপাশি খানাকুলেও এই দাবি উঠতে থাকে। খানাকুলবাসীর দাবি ছিল, অন্যান্য জায়গায় যদি ল্যান্ডমার্ক হিসাবে নেম সাইন থাকে তাহলে খানাকুলে কেন থাকবে না? তাদের এই দাবিকে মান্যতা দিয়ে খানাকুল থানার (Khanakul Police Station) উদ্যোগে এই ল্যান্ডমার্ক তৈরি হয়।

Mamata Banerjee : ডিজিটাল কর্ণার থেকে ফ্রি ওয়াইফাই, মুখ্যমন্ত্রীর সৌজন্যে ভোল পালটে গেল আরামবাগ গ্রন্থাগারের
খানাকুলের বাসিন্দা অতিস চক্রবর্তী বলেন, “এটি একটি ব্যাতিক্রমী উদ্যোগ খানাকুল থানার। ভবিষ্যতে এই ধরনের সেলফি পয়েন্ট খানাকুলের বিভিন্ন জায়গায় আরও গড়ে তোলা হোক। তাতে তরুণ-তরুণীরা আরও খুশি হবে।” অপরদিকে আরামবাগের SDPO অভিষেক মণ্ডল জানান, বিভিন্ন জায়গায় যদি ল্যান্ডমার্ক থাকে তাহলে খানাকুলেও তৈরি করা হোক বলে দাবি উঠেছিল। তাই খানাকুল থানার (Khanakul Police Station) উদ্যোগে এটি তৈরি করা হলো। এটি তৈরি হওয়ায় এলাকার মানুষও খুশি হওয়ায় আমাদেরও ভালো লাগছে। সবমিলিয়ে খানাকুল থানার উদ্যোগে এই ল্যান্ডমার্ক তৈরি হওয়ায় পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানায় খানাকুলবাসী। এই ল্যান্ড মার্ক খানাকুল এলাকার সৌন্দর্য্য বৃদ্ধি এবং পরিচিতি বাড়াতে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *