Ian Healy calls for ICC action after Australia denied practice on Nagpur pitch after 1st Test defe


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগপুরের (Nagpur) বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামের (Vidrabha Cricket Stadium) বাইশ গজকে নিয়ে বিতর্ক থামার নাম নেই। বরং বেড়েই চলেছে। সিরিজ শুরু হওয়ার আগে নাগপুরের পিচকে নিয়ে প্রবলভাবে সমালোচনা করেছিলেন। আর এবার পিচে জল ঢেলে দেওয়া ইস্যু নিয়ে মুখ খুললেন ইয়ান হিলি। অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন উইকেটকিপার এবার আইসিসির (ICC) হস্তক্ষেপ চাইলেন। 

ইয়ান হিলি বলেন, “এটা খুব খারাপ ঘটনা। খুব লজ্জাজনকও বটে। একটা দল অনুশীলন করার পরিকল্পনা করেছিল। কিন্তু ইচ্ছা করে সেটা ভেস্তে দেওয়া হল। ক্রিকেটের জন্য এটা মোটেও ভালো বিজ্ঞাপন নয়। আমার মনে হয় আইসিসির উচিত বিষয়টা খতিয়ে ব্যবস্থা নেওয়া। বিশ্বের সেরা দুটি দল খেলছে। ম্যাচের সময় যে ধরনের পিচ দেওয়া হচ্ছে, সেই ধরনের পিচে অনুশীলনও করতে দেওয়া উচিত। কিন্তু সেটা হচ্ছে না। এটা খুব খারাপ। আমি হতাশ।” 

মাত্র আড়াই দিনে টেস্ট শেষ। অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ করে এক ইনিংস ও ১৩২ রানে প্রথম টেস্ট জিতে বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2023) এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। যদিও এরপরেও বিতর্কে কেন্দ্রে নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) তরফ থেকে টুইট করে দাবি করা হয়েছে যে, পিচে জল ঢেলে দেওয়ার জন্য অনুশীলন করতে পারেননি ডেভিড ওয়ার্নার (David Warner)-স্টিভ স্মিথরা (Steve Smith)! প্যাট কামিন্সের (Pat Cummins) ক্রিকেট বোর্ডের দাবি নাগপুরে দু’দিন অনুশীলন করে, অস্ট্রেলিয়া দিল্লি উড়ে যেতে চেয়েছিল। কিন্তু মাঠকর্মীরা পিচে জল ঢেলে দেওয়ার জন্য অনুশীলন করা গেল না!  

অজি দল বেশ জানে যে নাগপুরের মতো দিল্লির পিচও ঘূর্ণি হবে। সেইজন্য নাগপুরে একদফা প্রস্তুতি সেরে ফেলতে চাইছিলেন উসমান খোয়াজা-লাবুশেনরা। তবে তাদের দাবি, দু’টি প্রধান পিচ ও অনুশীলনের জন্য ব্যবহৃত হওয়া পিচগুলিতে জল ঢেলে দিয়েছেন মাঠকর্মীরা। তার ফলে অনুশীলন করতে পারেনি অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার আরও অভিযোগ, ম্যাচ শেষ হওয়ার পরে অস্ট্রেলিয়া দল অনুরোধ করেছিল, পিচে যাতে জল না দেওয়া হয়। তার পরেও নাকি সেই অনুরোধ রাখা হয়নি। তার ফলে রবিবার অস্ট্রেলিয়া দল অনুশীলন করতে পারেনি। সোমবার পিচের কী পরিস্থিতি সেটা খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নেবে যে সোমবার নাগপুরে থেকে মঙ্গলবার দিল্লি যাবে, নাকি সোমবারই দিল্লি চলে যাবে।

আরও পড়ুন: INDW vs PAKW: বাইশ গজের যুদ্ধের পরই এক ফ্রেমে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, হরমন-বিসমাদের ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: Nagpur Pitch Controversy, BGT 2023: নাগপুরে অনুশীলন করতে পারলেন না স্মিথ-ওয়ার্নাররা! কিন্তু কেন? জানতে পড়ুন

চেনা স্পিন জুজুতেই অস্ট্রেলিয়ার শেষ হয়ে গিয়েছিল নাগপুরে। ‘ডক্টর্ড পিচ’ ওরফে ভারত নিজেদের সুবিধা মতো পিচ বানিয়েছে বলে প্যাট কামিন্সের দল যে কাঁদুনি গান গেয়েছিল, তা ছিল আসলে তাদের স্পিন খেলতে না পারার চেনা অসুখ, তা ফের একবার গোটা বিশ্বের সামনে প্রমাণিত হয়ে গেল। ক্যাঙারু রোস্টের পর তৃপ্ত জাদেজার চরম বিদ্রুপ করলেন প্রতিপক্ষকে। পিচ ইস্যুতে ধুয়ে দিয়েছিলেন। 

জাদেজা ম্যাচের পর বলেছিলেন, “আমার মনে হয় ওরা বিমানে উঠেই পিচ দেখে নিয়েছিল। পিচ কীরকম হবে বা না হবে বুঝে গিয়েছিল। এমন একটা পরিবেশ তৈরি করেছিল যেন স্পিন হবে। কিন্তু সেরকম স্পিন হয়নি। ওরা অনেক বেশি সোজা বলে আউট হয়েছে। আমরাও সোজা বলে এলবিডব্লিউ হয়েছি। ভারতে আসলে এটা হবেই। আমরা দলের শক্তি বুঝেই খেলব। আমাদের জোরা বোলাররাও ভালো। তবে ভারতে স্পিনাররা বেশি ম্যাচ জেতায়। তারা উইকেট পায়। তাহলে কেন আমরা শক্তি অনুযায়ী খেলব না। দল হিসাবে সকলেরই আত্মবিশ্বাস তুঙ্গে। কারণ সব ব্যাটারই অবদান রেখেছে। তিন স্পিনারই উইকেট পেয়েছে। দ্বিতীয় ইনিংসে অক্ষর সেভাবে বল করার সুযোগ পায়নি। অ্যাশ (অশ্বিনই) কাজটা সেরে দিয়েছে। সবাই ভালো বল করেছে। দলে অবদান রেখেছে। ইনিংস ও এত বড় মার্জিনে জেতার পর আত্মবিশ্বাস এমনই বেড়ে যায়। আগামী ম্যাচগুলিতে ওদের ওপর চাপ থাকবে। ওরা বুঝুক কীভাবে স্পিন খেলবে।” 

এরপর দুই দেশে ১৭-২১ ফেব্রুয়ারি দিল্লিতে খেলবে দ্বিতীয় টেস্ট। ১-৫ মার্চ, হোলকার স্টেডিয়ামে আয়োজিত হবে তৃতীয় টেস্ট। ৯-১৩ মার্চ, সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট আহমেদাবাদে। বলাই বাহুল্য প্রথম টেস্ট জিতে ভারত বাড়তি অক্সিজেন পেয়ে গিয়েছে। ভারতের মাটিতে গত ১৪ বছরে মাত্র একটি টেস্ট জিতেছে অজিরা। তবে ১৭ বছরের খরা কাটিয়ে এবার ভারত থেকে ট্রফি নিয়ে ফিরতে মরিয়া প্যাট কামিন্সরা। আর এরইমধ্যে নাগপুরের পিচ নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *