Kumbh Mela : ৭০০ বছর পর ‘শাহী স্নান’ ত্রিবেণীর কুম্ভ মেলায়, উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড় – kumbh mela shahi snan arranged after 700 years pilgrims gathered


Hooghly News : ৫১পীঠের জল এনে ত্রিবেণী (Tribeni) ঘাটে গঙ্গায় (Ganga River) মেশানোর পর হল শাহী স্নান। আর লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়ে জমে উঠল ত্রিবেনী (Tribeni) কুম্ভ মেলা (Kumbh Mela)। এদিন নগর পরিক্রমার পর সাধু সন্তরা ত্রিবেণী ঘাটে শাহী স্নান করেন। তারপর পুণ্যার্থীরা পুণ্যস্নানে অংশ নেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগা সাধুরা নৃত্যে মেতে ওঠেন সকাল থেকে। সোমবার অগণিত ভক্তের সমাগম হয়েছে এই ত্রিবেণী সঙ্গমে। এদিন BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ত্রিবেনী মহাকুম্ভে এসে সপ্তর্ষী ঘাটে সাধুদের কুম্ভ স্নান দর্শন করেন। তারপর যজ্ঞে ঘি বেলপাতা আহুতি দেন মন্ত্রোচ্চারণ করে। পরে তাকে ত্রিবেনী কুম্ভ পরিচালন সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। এদিকে BJP রাজ্য সভাপতি কুম্ভে আসায় মেলায় রাজনৈতিক রঙ লাগে।

Kumbh Mela 2023 : দীর্ঘ ৭০৩ বছর পর কুম্ভমেলার আয়োজন হুগলির ত্রিবেণীতে, সাজ সাজ রব
BJP সভাপতি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিযোগ করেন, “কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচা করে গঙ্গা পরিচ্ছন্ন রাখতে। আর এখানে কোনোরকম বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়নি সাধু সন্ত ও ভক্তদের জন্য। যত্রতত্র মল মূত্র ত্যাগ করতে হচ্ছে, এতে গঙ্গা দূষনের সম্ভাবনা দেখা দিচ্ছে”। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা না থাকায় বিশৃঙ্খলার তৈরী হয়েছে বলে অভিযোগ দূর দূর থেকে আসা ভক্তদের। এদিকে, বাঁশবেড়িয়া পুরসভার (Bansberia Municipality) চেয়ারম্যান আদিত্য নিয়োগী জবাব দিয়ে বলেন, “সুকান্ত বাবু রাজনৈতিক কথা বলেছেন। কিন্তু এই মহা মিলন মেলা রাজনীতির জায়গা নয়। আমি যতদিন চেয়ারম্যান আছি কেন্দ্রীয় সরকার আট আনাও দেয়নি। তবে এটা সত্যি বায়ো টয়লেট কম আছে। অস্থায়ী টয়লেট করা হয়েছে। বেশ কিছু স্কুল, ক্লাব প্রতিষ্ঠান, হাসপাতাল তাদের শৌচালয় ব্যবহার করতে দিচ্ছে। আটটা বড় শৌচালয় করা হয়েছে। ওনারা সব সময় রাজনীতি দেখেন”।

Kumbh Mela 2023 : বাংলাতেও এবার ‘কুম্ভ মেলা’, কল্যাণীর গৌরাঙ্গ প্রভুর ঘাটে নাগা সন্ন্যাসীদের ভিড়
তিনি আরও বলেন, “আমরা যে রাজনৈতিক দল করি সেটা সামনে আনিনি। তাহলে দলের ফ্ল্যাগ ফেস্টুন থাকত মেলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা সেই ভাবেই পরিষেবা দেওয়ার চেষ্টা করছি”। এদিকে, সাধুসন্তদের ভিড়ে জমে উঠেছে ত্রিবেণী ঘাট। কুম্ভকে কেন্দ্র করে বাঁশবেড়িয়ার ত্রিবেণীর কুম্ভমেলা প্রাঙ্গণে হয়ে উঠেছে মিনি ইন্ডিয়া। গতকাল রাতের মধ্যেই অসংখ্য সাধু ও পুণ্যার্থী এসে পৌঁছেছেন মেলা প্রাঙ্গণে। গতকাল থেকেই পুণ্যার্থীদের স্নানের ঢল নেমেছে। মহাতীর্থ ত্রিবেণীতে সাতশো বছর আগে কুম্ভের আয়োজন হত। সেই ঐতিহ্যকেই ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মগরায় মহামণ্ডেশ্বর আখড়ার মোহান্ত মহারাজ কুম্ভের আয়োজনের দায়িত্ব সামলাচ্ছেন। কমিটিও তৈরি হয়েছে। ভিড়ের চাপে আয়োজকরাও বলছেন, প্রত্যাশার চেয়ে অনেক বেশি পুণ্যার্থী এসেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *