Malda News : ২ লাখ টাকা প্রতি কেজি! মালদায় বিশ্বের সর্বাধিক দামি আম চাষের পরিকল্পনা – malda district agriculture department will cultivate miyazaki mango in englishbazar


মালদা জেলার ফজলি আমের জন্য বিখ্যাত, একথা জানেন না এমন কেউ নেই। কিন্তু চলতি বছর এক অন্য নজির গড়তে চলেছে উত্তরবঙ্গের এই জেলা। মালদাতে বিশ্বের সব থেকে দামি আম এবার চাষ হতে চলেছে। বিশ্ববাজারে এই বিশেষ ধরনের আম প্রায় দুই লাখ টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। জাপানের বহুমূল্য আম মিয়াজাকি বাংলায় বাণিজ্যিকভাবে চাষ করার সিদ্ধান্ত নিয়েছে কৃষি দফতর। কৃষি দফতরের ধারণা এই আমচাষের ফলে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া সম্ভব। সেই কারণে এই আম চাষ শুরু হলে কর্মসংস্থানও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে ভারতে আগেও এই আমের চাষ হয়েছে। ভারতে প্রথম মধ্যপ্রদেশের এক কৃষক এই আমের চাষ শুরু করেন। বর্তমানে শুধু মাত্র জাপান নয়, এশিয়ার একাধিক দেশে এই আম চাষ হচ্ছে। থাইল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশেও এই আমের চাষ হচ্ছে।

Malda News : গাঁদা ফুল চাষ করে ধনকুবের! মালদার দেবব্রতর মাসে আয় জানেন?
মিয়াজাকি আম নিয়ে সরকারের পরিকল্পনা

আমের জন্য বিখ্যাত মালদা। স্বাদে গন্ধে অতুলনীয় মালদার একাধিক প্রজাতির আমের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। একশোটিরও বেশি প্রজাতির আম চাষ হয় মালদা। মালদার ইংরেজবাজার ব্লকে সরকারের তরফে এই আমের বাগান তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সুদূর জাপান থেকে নিয়ে আসা হচ্ছে মিয়াজুকি আমের চারাগাছ। আগামী এক সপ্তাহের মধ্যেই মালদহে পৌঁছাবে লাখ টাকা দামি আমের চারাগাছ। এর আগে লাখ টাকা মূল্যের কোনও আম মালদাতে চাষ করা হয়নি। এবার সেই আশা পূরণ হতে চলেছে জেলার আমচাষীদের।

Purba Medinipur News : শীত পড়তেই চড়চড় করে দাম উঠছে চন্দ্রমল্লিকার, মুখে হাসি পাঁশকুড়ার চাষিদের
কেমন দেখতে হয় এই বিশেষ ধরনের আম

মিয়াজাকি আম আকারে অনেকটা বড়। এই আমের রং সাধারণ আমের মত নয়। মূলত এই আম বেগুনি রঙের হয়। তবে পাকলে আমের রঙ বদলে লাল হয়ে যায়। জানা গিয়েছে, জাপান থেকে এই আম ব্র্যান্ডিং করে বিশ্ববাজারে বিক্রি করা হয়। ভারতীয় টাকায় প্রায় দুই লাখ টাকা কেজি দরে বিক্রি হয় এই আম। একটি আমের ওজন সর্বোচ্চ ৩৫০ গ্রাম পর্যন্ত হয়।

Purba Medinipur : রঙিন মাছ নিয়েই দিন কাটে, বাড়িতে ব্যবসা জমিয়ে নজির নন্দীগ্রামের মনোরমার! আয় জানেন?
কী বলছে কৃষি দফতর

মালদায় এই আমের চাষ সফল হলে চাঙ্গা হবে জেলার অর্থনীতি। স্থানীয় বাজারে লাখ টাকা দরে বিক্রি না হলেও কয়েক হাজার টাকায় বিক্রি হবে। তবে কৃষি দফতর সূত্রে জানা দিয়েছে বিদেশে রফতানির উদ্দেশেই চাষ হবে এই আম। ইংরেজবাজার ব্লক কৃষি দফতরের আধিকারিক ডঃ সেফাউর রহমানের উদ্যোগেই মূলত এই আম চাষের পরিকল্পনা নেওয়া হয়েছে। বেসরকারি এজেন্সির মাধ্যমে জাপান থেকে এই গাছের চারা নিয়ে আসা হচ্ছে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। সব মিলিয়ে মোট ৫০ টি গাছের চারা নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। এক একটি গাছের চারার দাম পড়েছে ভারতীয় টাকায় প্রায় এক হাজার টাকা। কৃষি দফতরের কর্তারা পরিকল্পনা নিয়েছেন, এই গাছ গুলি থেকে কলম পদ্ধতিতে আগামীতে তারা তৈরি করা হবে। মালদহে বাড়ানো হবে চাষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *