মিয়াজাকি আম নিয়ে সরকারের পরিকল্পনা
আমের জন্য বিখ্যাত মালদা। স্বাদে গন্ধে অতুলনীয় মালদার একাধিক প্রজাতির আমের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। একশোটিরও বেশি প্রজাতির আম চাষ হয় মালদা। মালদার ইংরেজবাজার ব্লকে সরকারের তরফে এই আমের বাগান তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সুদূর জাপান থেকে নিয়ে আসা হচ্ছে মিয়াজুকি আমের চারাগাছ। আগামী এক সপ্তাহের মধ্যেই মালদহে পৌঁছাবে লাখ টাকা দামি আমের চারাগাছ। এর আগে লাখ টাকা মূল্যের কোনও আম মালদাতে চাষ করা হয়নি। এবার সেই আশা পূরণ হতে চলেছে জেলার আমচাষীদের।
কেমন দেখতে হয় এই বিশেষ ধরনের আম
মিয়াজাকি আম আকারে অনেকটা বড়। এই আমের রং সাধারণ আমের মত নয়। মূলত এই আম বেগুনি রঙের হয়। তবে পাকলে আমের রঙ বদলে লাল হয়ে যায়। জানা গিয়েছে, জাপান থেকে এই আম ব্র্যান্ডিং করে বিশ্ববাজারে বিক্রি করা হয়। ভারতীয় টাকায় প্রায় দুই লাখ টাকা কেজি দরে বিক্রি হয় এই আম। একটি আমের ওজন সর্বোচ্চ ৩৫০ গ্রাম পর্যন্ত হয়।
কী বলছে কৃষি দফতর
মালদায় এই আমের চাষ সফল হলে চাঙ্গা হবে জেলার অর্থনীতি। স্থানীয় বাজারে লাখ টাকা দরে বিক্রি না হলেও কয়েক হাজার টাকায় বিক্রি হবে। তবে কৃষি দফতর সূত্রে জানা দিয়েছে বিদেশে রফতানির উদ্দেশেই চাষ হবে এই আম। ইংরেজবাজার ব্লক কৃষি দফতরের আধিকারিক ডঃ সেফাউর রহমানের উদ্যোগেই মূলত এই আম চাষের পরিকল্পনা নেওয়া হয়েছে। বেসরকারি এজেন্সির মাধ্যমে জাপান থেকে এই গাছের চারা নিয়ে আসা হচ্ছে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। সব মিলিয়ে মোট ৫০ টি গাছের চারা নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। এক একটি গাছের চারার দাম পড়েছে ভারতীয় টাকায় প্রায় এক হাজার টাকা। কৃষি দফতরের কর্তারা পরিকল্পনা নিয়েছেন, এই গাছ গুলি থেকে কলম পদ্ধতিতে আগামীতে তারা তৈরি করা হবে। মালদহে বাড়ানো হবে চাষ।