শুভেন্দুকে চাঁচাছোলা আক্রমণ মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এদিন বক্তব্যের প্রথম থেকেই রাজ্যের বিরোধী দলনেতাকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। শুভেন্দুর সঙ্গে অভিযুক্ত মনজিৎ সিংয়ের ছবি দেখিয়ে তিনি বলেন, “আমার ভাই আর ভাইয়ের বউকে BJP-তে নিয়ে যেতে পারেনি বলে গায়ের ঝাল মেটাচ্ছে। তৃণমূলের সবাই চোর ডাকাত আর তোমরা সাধু পুরুষ? তিনি আরও বলেন, “বাবাকে মন্ত্রী করা হয়েছিল বলে সেবার শপথগ্রহণে যায়নি। ওরা জোতদার, জমিদারের মতো মানুষ হয়েছে।”
প্রসঙ্গত, গত সপ্তাহেই বালিগঞ্জের ব্যবসায়ী মনজিৎ সিংয়ের বাড়িতে হানা দিয়েছিল ED। তারপর সেখান থেকে ১ কোটি ৪০ লাখ টাকা উদ্ধার হয়। সেই মনজিৎ সিং ওরফে জিত্তিভাইয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছবি টুইট করেছিলেন বিরোধী দলনেতা। এবার পালটা শুভেন্দুর সঙ্গেই জিত্তিভাইয়ের ছবি দেখালেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে একাধিক জনসভা থেকে বলতে শোনা গিয়েছিল, কালীঘাটেও পদ্মফুল ফুটবে। যদিও শেষ পর্যন্ত এমন কোনও ঘটনা ঘটেনি। সম্প্রতি কার্তিক বন্দ্যোপাধ্যায়ও সংবাদমাধ্যমের সামনে এ কথা জানিয়েছেন, কালীঘাটে পদ্ম ফোটাতে পারেনি বলেই BJP-র এত জ্বালা। সে কথাই এদিন শোনা গেল বিধানসভাতেও।
শুভেন্দুর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব
সোমবার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা IAS এবং IPS-দের ভাতা প্রসঙ্গ টেনে মন্তব্য করেন। তাঁকে বাধা দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিধানসভার ভাষণে এ হেন মন্তব্য করা যাবে না। পালটা ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতাও। BJP বিধায়করাও তাঁর নেতৃত্বে বিধানসভা কক্ষের ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। তাপস রায় তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনেন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু সহ BJP বিধায়কদের আচরণের জন্য স্পিকারের কাছে ক্ষমা চান। ফলে স্পিকার এই স্বাধীকার ভঙ্গের প্রস্তাব প্রত্যাহার করে দেন ।