Mamata Banerjee Brother : ‘ভাই-ভাইবউকে BJP-তে নিয়ে যেতে চেয়েছিল!’ বিধানসভায় বিস্ফোরক মমতা – mamata banerjee attacks suvendu adhikari in west bengal assembly regarding businessman manjit singh issue


বিধানসভায় বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee At West Bengal Assembly)। বাজেট অধিবেশন বক্তব্য রাখতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তীব্র আক্রমণ করেন। বালিগঞ্জের ব্যবসায়ী মনজিৎ সিংয়ের (Manjit Singh) সঙ্গে শুভেন্দুর ছবি দেখান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এই লোককে দিয়েই আমার ভাই আর ভাইয়ের বউকে BJP-তে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু, ওঁরা যায়নি।”

Coal Smuggling Case : বালিগঞ্জ টাকা উদ্ধারকাণ্ডে ব্যবসায়ী মনজিৎকে তলব, বুধবার দিল্লিতে হাজিরার নির্দেশ ED-র

শুভেন্দুকে চাঁচাছোলা আক্রমণ মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এদিন বক্তব্যের প্রথম থেকেই রাজ্যের বিরোধী দলনেতাকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। শুভেন্দুর সঙ্গে অভিযুক্ত মনজিৎ সিংয়ের ছবি দেখিয়ে তিনি বলেন, “আমার ভাই আর ভাইয়ের বউকে BJP-তে নিয়ে যেতে পারেনি বলে গায়ের ঝাল মেটাচ্ছে। তৃণমূলের সবাই চোর ডাকাত আর তোমরা সাধু পুরুষ? তিনি আরও বলেন, “বাবাকে মন্ত্রী করা হয়েছিল বলে সেবার শপথগ্রহণে যায়নি। ওরা জোতদার, জমিদারের মতো মানুষ হয়েছে।”

Mamata Suvendu Meeting : বুধে ফের মুখোমুখি মমতা-শুভেন্দু? বিধানসভার বৈঠকে বিরোধী দলনেতাকে আমন্ত্রণ
প্রসঙ্গত, গত সপ্তাহেই বালিগঞ্জের ব্যবসায়ী মনজিৎ সিংয়ের বাড়িতে হানা দিয়েছিল ED। তারপর সেখান থেকে ১ কোটি ৪০ লাখ টাকা উদ্ধার হয়। সেই মনজিৎ সিং ওরফে জিত্তিভাইয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছবি টুইট করেছিলেন বিরোধী দলনেতা। এবার পালটা শুভেন্দুর সঙ্গেই জিত্তিভাইয়ের ছবি দেখালেন মুখ্যমন্ত্রী।

Coal Smuggling Case : বালিগঞ্জের টাকা উদ্ধারেও প্রভাবশালী যোগ! ছবি টুইট করে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু-সুকান্তর
উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে একাধিক জনসভা থেকে বলতে শোনা গিয়েছিল, কালীঘাটেও পদ্মফুল ফুটবে। যদিও শেষ পর্যন্ত এমন কোনও ঘটনা ঘটেনি। সম্প্রতি কার্তিক বন্দ্যোপাধ্যায়ও সংবাদমাধ্যমের সামনে এ কথা জানিয়েছেন, কালীঘাটে পদ্ম ফোটাতে পারেনি বলেই BJP-র এত জ্বালা। সে কথাই এদিন শোনা গেল বিধানসভাতেও।

Suvendu Adikari News: মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ভাষণ পাঠ করেছেন, আমরা আশাহত: শুভেন্দু

শুভেন্দুর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব


সোমবার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা IAS এবং IPS-দের ভাতা প্রসঙ্গ টেনে মন্তব্য করেন। তাঁকে বাধা দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিধানসভার ভাষণে এ হেন মন্তব্য করা যাবে না। পালটা ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতাও। BJP বিধায়করাও তাঁর নেতৃত্বে বিধানসভা কক্ষের ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। তাপস রায় তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনেন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু সহ BJP বিধায়কদের আচরণের জন্য স্পিকারের কাছে ক্ষমা চান। ফলে স্পিকার এই স্বাধীকার ভঙ্গের প্রস্তাব প্রত্যাহার করে দেন ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *