সার্ভিসেস – ২ ( ক্রিস্টোফার, বিকাশ)
বাংলা – ১ (নরহরি)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি সন্তোষ ট্রফিতে (Santosh Trophy 2022-23) বাংলার (Bengal) ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্স বেড়েই চলেছে। প্রথম ম্যাচে দিল্লির (Delhi) বিরুদ্ধে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করেছিল বাংলা। আর এবার সার্ভিসেসের (Services) বিরুদ্ধে ১ গোলে এগিয়ে থেকেও, ১-২ গোলে হেরে নিজেদের কাজ কঠিন করে তুললো বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। ফলে বাংলার নক আউট পর্বে যাওয়া বেশ কঠিন হয়ে গেল।
সোমবার ভুবনেশ্বরের ক্যাপিটাল ফুটবল এরিনার মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের ১৬ মিনিটে নরহরি শ্রেষ্টার (Narahari Srestha) গোল করে বাংলাকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই গোল ধরে রাখতে পারেনি বাংলা। ৪১ মিনিটে ক্রিস্টোফার কামি গোল করে সার্ভিসেসকে সমতায় ফেরান। পরে ৮২ মিনিটে সার্ভিসেসের বিকাশ থাপা জয়সূচক গোলটি করেন।
আরও পড়ুন: Neymar Jr Controversy: দুই সতীর্থকে কষিয়ে চড়! উপদেষ্টার সঙ্গে তর্ক! ফের বিতর্কে জড়ালেন নেইমার
দুটি ম্যাচ খেলে বাংলার পয়েন্ট মাত্র ১। সার্ভিসেস দুই ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট। মনিপুর আগেই রেলওয়েজকে হারিয়ে শুরুটা ভালো করেছে। সোমবার মনিপুর যদি মেঘালয়কে হারিয়ে দেয় তাহলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তাটা অনেকটাই সহজ হয়ে যাবে। অঙ্কের বিচারে বাংলার এখনও সুযোগ আছে ঠিকই কিন্তু পরিস্থিতি খুব কঠিন। বাংলাকে এখন বাকি তিনটি ম্যাচেই জিততে হবে। পাশাপাপাশি অন্য দলের ফলাফলের উপরও নির্ভর করে থাকতে হবে। দুর্বল ডিফেন্স লাইন নিয়ে এই লড়াই বড় কঠিন। বড় ধরনের অঘটন না ঘটলে এখনই বলে দেওয়া যায়, এবারের সন্তোষ ট্রফি থেকে বাংলার বিদায় শুধু সময়ের অপেক্ষা।