সম্প্রতি OMR শিটে কারচুপির অভিযোগে চাকরি পাওয়া ও দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে প্রায় ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) নির্দেশের পরেই ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে SSC। তারপরেই বোর্ড তাদের নিয়োগ বাতিল করে বিজ্ঞপ্তি জারি করে। সেই তালিকায় রয়েছেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের আলিনস্করপুর হাইস্কুলের গ্রুপ ডি কর্মী জয়জিত সোরেন।
স্কুল সূত্রে খবর, বালুরঘাটের বাসিন্দা জয়জিত সোরেন ২০১৮ সালের এপ্রিল মাসে গ্রুপ ডি (Group D) স্টাফ হিসাবে যোগ দেন। তারপর থেকেই নিয়মিত স্কুলে ডিউটি করতেন তিনি। শুক্রবার সর্বশেষ স্কুলে আসলেও শনিবার ও সোমবার আর স্কুলে আসেননি জয়জিত সোরেন। স্কুলের গ্রুপ ডি স্টাফের চাকরি বাতিলের ঘটনায় কার্যত শোরগোল সৃষ্টি হয়েছে স্কুলে।
নিয়োগে অনিয়মের অভিযোগে জেলায় জেলায় একাধিক চাকুরিরত ব্যক্তির চাকরি বাতিল হয়েছে। সূত্রের খবর, জয়জিত সোরেন ছাড়াও তালিকায় শুধু দক্ষিণ দিনাজপুর জেলারই প্রায় ৪২ জন গ্রুপ ডি কর্মীর নাম রয়েছে। তাদের নিয়োগে অনিয়ম হয়েছে বলে অভিযোগ। দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুর হাইস্কুল, বালুরঘাট গার্লস স্কুল, রাজুয়া সখি সুন্দরি হাইস্কুল, তপন হাইস্কুল, খিদিরপুর জুনিয়র হাইস্কুল, বিএম হাইস্কুল, বদলপুর হাইস্কুল, তপন বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলের নাম রয়েছে।
প্রসঙ্গত, এর আগে কলকাতা হাইকোর্ট গত বছর সেপ্টেম্বর মাসে অনিয়ম করে নিয়োগের জন্য ৬০৯ জনের চাকরি বাতিল করেছিল। তাদের জায়গায় নতুনদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করবে SSC। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ, আগামীদিনে তাঁদের কোনও চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন করতে হলে আদালতের অনুমতি বাধ্যতামূলক।