Valentines Day Week: শুকবে না প্রেমের পরশ! ‘বেবিপক্ষে’ হিট ব্যাঙ্গালোর গোলাপ – bangalore rose is top selling flower on valentine week says businessman


Rose Price in Valentines Day শুরু হয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ (Valentines Day) উদযাপন। রোজ ডে (Rose Day) থেকে শুরু করে চলছে ভালোবাসা উদযাপনের পালা। আর ভালোবাসা নিবেদনের অন্যতম উপহার স্বরূপ গোলাপ ফুলের জুড়ি মেলা ভার। তবে এবার সাধারণ গোলাপকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেল ব্যাঙ্গালোর গোলাপ। শুধু তাই নয় এই বিশেষ গোলাপ কাউকে উপহার দিলে তা থাকবে প্রায় ১৫ দিন, ফলে আপনার ভালোবাসার চিহ্ন সতেজ থাকবে পুরো ভ্যালেন্টাইন সপ্তাহই (Valentines Week)। তাই এখন ফুলের দোকানে ব্যাঙ্গালোর গোলাপের চাহিদা সবচেয়ে বেশি, মেনে নিচ্ছেন বিক্রেতারাও।

Valentine Week : ভালোবাসার মরশুমে দক্ষিণী গোলাপই কাঁটা বাংলার

ভালোবাসার সপ্তাহ পালনের (Valentines Day) শুরু থেকেই গোলাপের চাহিদা লক্ষ্য করা গিয়েছে। তাই ফুল বিক্রেতারাও লাভের আশায় লোকাল গোলাপের পাশাপাশি ব্যাঙ্গালোর গোলাপ আগে ভাগেই মজুত করে রেখেছেন। তবে এ বছর সাধারণত চেনা লাল লোকাল গোলাপের তুলনায় অনেক অংশেই বেশি বিক্রি হচ্ছে ব্যাঙ্গালোর গোলাপ। হরেক রকম মন কাড়া রঙে মিলছে এই গোলাপ। তবে দাম একটু বেশি হলেও মানুষ ঝুঁকছেন এই গোলাপ কিনতে। কারণ, বিশেষ করে এই গোলাপ সতেজ থাকে প্রায় ১৫ দিন বলে দাবি বিক্রেতাদের। ফলে উপহার দেওয়া গোলাপ সতেজ থাকবে এই চিন্তা করেই বাংলার গোলাপকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেল ব্যাঙ্গালোর গোলাপ (Bangalore Rose)। জেলার ফুলের দোকানগুলিতে আলাদা জায়গা করে নিয়েছে এই প্রজাতির গোলাপ। ভালোবাসার উদযাপনের সপ্তাহে ফুলের দোকানগুলিতে ভিড় লক্ষ্য করা গেলেও, মহিলাদের মধ্যে বিশেষ নজর কাড়ছে এই ব্যাঙ্গালোর গোলাপ। হলুদ, সাদা, লাল রঙের পাশাপাশি দুই রঙের মিশ্রণের গোলাপও কিনতে দেখা যাচ্ছে স্কুল পড়ুয়া থেকে মধ্যবয়সী প্রেমিক-প্রেমিকাও । তাই ভ্যালেন্টাইন সপ্তাহে গোলাপ ফুল দিতে চাইলে আপনিও কিনতে পারেন এই ব্যাঙ্গালোর গোলাপ। যা উপহার দিলে ভালোবাসার চিহ্ন সতেজ থাকবে পুরো ভ্যালেন্টাইন সপ্তাহ জুড়েই। ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম গোলাপ ফুল।

Rose Day 223 : রোজ ডে-তে চারগুণ বেশি দামে বিকচ্ছে গোলাপ, শিলিগুড়িতে ভিড় তবু ক্রেতাদের

সারা বছর গোলাপ ২ থেকে ৩ টাকা পিস বিক্রি করলেও ভ্যালেন্টাইন্স ডে’র সময় ৭ থেকে ৮ টাকা করে প্রত্যেক গোলাপ বিক্রি করে লাভের মুখ দেখতে পায় চাষীরা। গত দুই বছর করোনা মহামারীতে লকডাউনের সময় গোলাপ তেমন বিক্রি হয়নি। তাই এই বছর ফলনের সঙ্গে সঙ্গে চাহিদা বাড়ায় ভ্যালেন্টাইন ডে-র প্রাক্কালে বিপুল লাভের আশায় ফুল চাষী থেকে ব্যবসায়ীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *