West Bengal Govt DA : ‘আন্দোলন ভয়ংকর আকার নেবে…’, পূর্ণদিবস কর্মবিরতিতে হুংকার সরকারি কর্মচারিদের – west bengal govt employees calls full day strike in demand of da


Produced by Rupsa Ghosal | EiSamay.Com | Updated: 13 Feb 2023, 1:22 pm

বকেয়া ডিএ-র দাবিতে এবার পূর্ণদিবস কর্মবিরতি পালন রাজ্য সরকারি কর্মচারিদের। আগামীদিনে আর কী কী কর্মসূচি রয়েছে তাঁদের?

 

হাইলাইটস

  • বকেয়া ডিএ-র দাবিতে এবার পূর্ণদিবস কর্মবিরতি
  • সরকারকে কড়া হুঁশিয়ারি
  • লাগাতার ধর্মঘটের ডাক দেওয়ার পথে আন্দোলনকারীরা
ডিএ-র (West Bengal Govt DA) দাবিতে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ছে। সপ্তাহের প্রথম দিন এবার পূর্ণদিবস কর্মবিরতির (Full Day Strike) ডাক দিল রাজ্য সরকারি কর্মচারি এবং পেনশনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সংগ্রামী মঞ্চ। এদিন সকাল থেকেই রাজ্যের প্রতিটি সরকারি দফতরের বাইরে ডিএ-র দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন আন্দোলনকারীরা। সরকারকে কার্যত আলটিমেটাম দিচ্ছেন তাঁরা। আগামীদিনে বকেয়া ডিএ না মেটানো হলে, সে ক্ষেত্রে আরও বড় আন্দোলন কিংবা লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আন্দোলনের সুর চড়াচ্ছেন সরকারি কর্মচারিরা

রাজ্য সরকারি কর্মচারি এবং পেনশনারদের ৩৩টি সংগঠনের যৌথ সংগ্রামী মঞ্চের তরফে কিঙ্কর অধিকারী এই সময় ডিজিটালকে বলেন, “আজ সকাল থেকে নবান্নে (Nabanna) কর্মবিরতি পালন করা হচ্ছে। প্রায় সমস্ত দফতরেই হাজিরা অত্যন্ত কম। যারা এসেছেন তাঁরাও বিক্ষওভে সামিল হয়েছেন। অর্থাৎ এটাই সরকারের কাছে একটা বড় বার্তা। দ্রুত কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ (DA) না মেটানো হলে আন্দোলন আরও বাড়বে। আগামীদিনে এই আন্দোলন একটা ভয়ংকর আকার নিতে চলেছে। এবার আবার লাগাতার কর্মবিরতি এবং ধর্মঘটের পথে হাঁটব। সরকারের কাছে সমস্ত কর্মচারিরা একজোট হয়ে এই কড়া বার্তাটা আজকে পৌঁছে দিতে চাইছে।”

DA West Bengal Latest Update: ‘মার্চে আরও বড় আন্দোলন…’, DA-র দাবিতে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মীদের

কী কী কর্মসূচি রয়েছে?

সমস্ত রকমের জরুরি পরিষেবা চালু রেখেই কর্মবিরতি পালন করা হচ্ছে এদিন। সরকারি স্কুল-কলেজ এবং হাসপাতালেও কর্মবিরতিতে সামিল হতে দেখা গিয়েছে কর্মচারিদের। রাজ্য সরকারি কর্মচারিদের এই আন্দোলনে সহমর্মিতা জানিয়ে যোগ দিয়েছেন চাকরির দাবিতে পথে নামা সমস্ত সংগঠনের প্রার্থীরা। জানা গিয়েছে, শহিদ মিনার চত্বরে সরকারি কর্মচারি এবং পেনশনারদের মঞ্চে মাঝে মধ্যেই উপস্থিত হচ্ছেন চাকরিপ্রার্থীরা। এ বিষয়ে কিঙ্কর অধিকারী বলেন, “আমরা চাকরিপ্রার্থীদের আহ্বান জানিয়েছি। তাঁরাও দীর্ঘদিন ধরে ন্যয্য দাবি নিয়ে আন্দোলন করছে। যৌথভাবে আমরা প্রতিবাদ জানাব। কালো ব্যাজ পরে তাঁরাও আমাদের সঙ্গে এই প্রতিবাদে সামিল হয়েছে।” কিঙ্কর অধিকারীর কথায়, “আমরা প্রশাসনকে সময় দিয়েছি। কিন্তু, তা সত্ত্বেও কোনও সদর্থক জবাব আসেনি। ফলে আগামীদিনে আমরা বড় কর্মসূচির ঘোষণা করব।” একইসঙ্গে মার্চ মাসে আরও বড় আন্দোলনের পথে হাঁটতে পারে রাজ্য সরকারি কর্মীদের এই যৌথ সংগ্রামী মঞ্চ। DA সংক্রান্ত বিষয় ও তাঁদের দাবিদাওয়া নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার কথাও ভাবনাচিন্তা করছেন আন্দোলনকারীরা। প্রয়োজনে তাঁরা নবান্ন অভিযানেরও ডাক দিতে পারেন বলে সূত্রের খবর।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *