প্রেমদিবসে শীতের ‘আদুরে চুম্বন’, ২ দিনে পারদ নামল ৭ ডিগ্রি


প্রেমদিবসে শহরে জুড়ে আচমকাই শীতের আমেজ (Winter 2023)। মঙ্গলবার সকাল থেকেই আকাশ পরিষ্কার। সঙ্গে ঝলমলে রোদ আর মিঠে শীতের আমেজ। সোমবারই এক ধাক্কায় পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমেছিল। বুধবার তা আরও কমে পৌঁছল ১৫ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আরও ২৪ ঘণ্টায় এই শীত বজায় থাকবে। শেষবেলায় কিছুটা হলেও শীতপ্রেমীদের সন্তুষ্ট করে যাচ্ছে শীত। ফলে ভ্যালেনটাইন্স ডে-র (Valentine’s Day) দিন উষ্ণ প্রেমের আবহে সঙ্গ দেবে হালকা শীতের এই আমেজ। বেজায় খুশি লাভ বার্ডরা।


Valentine’s Day Weather : ভ্যালেনটাইন্স ডে-র আগেই শীতের কামব্যাক, এক ধাক্কায় ৫ ডিগ্রি পারদ পতন
কতটা নামল শহরে তাপমাত্রার পারদ (Temperature Today)?

গত ১২ ফেব্রুয়ারী ২২.২ ডিগ্রি ছিল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। এরপর ১৩ ফেব্রুয়ারি তা এক ধাক্কায় কমে দাঁড়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ গত ৪৮ ঘণ্টায় সাত ডিগ্রি পারদ পতন হয়েছে শহরে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাতেও পরিবর্তন এসেছে। গত ১১ ফেব্রুয়ারী দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। ১২ ফেব্রুয়ারি তা কমে দাঁড়ায় ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রার মধ্যে ফারাক দেখা যাচ্ছে। আরও ২৪ ঘণ্টা এভাবেই শীতের আমেজ বজায় থাকবে শহরে। বুধবারের পর আর শীত প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনাই নেই শহরে। চলতি মরশুমে সেটাই হবে শীতের বিদায়বেলা। বৃহষ্পতিবার থেকে ক্রমশই তাপমাত্রা বাড়তে থাকবে। দিন ও রাতে ভ্যাপসা গরম অনুভূত হবে। এছাড়া কলকাতার আকাশ মোটামোটি পরিষ্কারই থাকবে। আপাতত শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

West Bengal Weather Update : এই গরম এই ঠান্ডা, কতদিন সইতে হবে আবহাওয়ার মতিভ্রম?
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সমানভাবে তাপমাত্রার ফারাক লক্ষ করা গিয়েছে। উত্তরবঙ্গ জুড়ে থাকবে কুয়াশা। দার্জিলিং কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে মাঝারি কুয়াশা থাকবে আরও দু’দিন। ঘন কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে দু’একটি জেলার কিছু অংশে।

West Bengal Temperature : ভালোবাসার মরশুমেই শীতের বিদায়, ভ্যালেনটাইন্স ডে-তে কেমন থাকবে আবহাওয়া?

ভিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?


মঙ্গলবার নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদ এলাকায়। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা অরুণাচলপ্রদেশে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে অসম এবং নাগাল্যান্ডের কিছু এলাকায়। বুধবার পর্যন্ত ৩০ থেকে ৩৫ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে উত্তর পশ্চিম ভারতের সমতল এলাকায়। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির কিছু অংশ এবং উত্তরপ্রদেশে এই হাওয়ার প্রভাব পড়বে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *