সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর; ২৭৩১২ টাকা বাড়বে ডিএ, জেনে নিন কবে । 7th Pay Commission DA hike for central government workers to likely increase income by 27312 rupees


জি ২৪ ঘণ্টা ডিজিটল ব্যুরো: শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে আবার বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। হোলির আগেই সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে। আগামী ১ মার্চ অনুষ্ঠিত হতে চলা মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির বিষয়ে অনুমোদন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এমনটা হলে মার্চের বেতনের বকেয়া সহ কর্মীদের বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া হবে। ডিসেম্বর পর্যন্ত AICPI সূচকের পরিসংখ্যান থেকে স্পষ্ট যে এবার মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়বে।

এক কোটি কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হবেন

মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির ফলে কর্মচারীদের বেতন অনেকাংশে বৃদ্ধি পাবে। বর্তমানে মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ, যা বেড়ে ৪২ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। নতুন ডিএ জানুয়ারিতে মহার্ঘ ভাতা বৃদ্ধির ভিত্তিতে গণনা করা হবে। এবার তাতে ভালো বৃদ্ধি দেখা যাচ্ছে। এতে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের প্রায় এক কোটি কর্মচারী ও পেনশনভোগীরা। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, AICPI সূচকের সর্বোচ্চ পরিসংখ্যান ছিল ১৩২.৫ পয়েন্টে। যার ভিত্তিতে ডিএ ৪ শতাংশ বাড়ানোর কথা বলা হচ্ছে।

DA হবে ৯০,৭২০ টাকা

বর্তমানে, কেন্দ্রীয় কর্মচারীদের ৩৮ শতাংশ হারে ডিএ দেওয়া হয়। যদি এর মধ্যে ৪ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে তা বেড়ে ৪২ শতাংশ হবে। এর পরে, যাদের মূল বেতন ১৮,০০০ টাকা তাদের বার্ষিক মহার্ঘ ভাতা বেড়ে ৯০,৭২০ টাকা হবে। বর্তমান মহার্ঘ ভাতার সঙ্গে পার্থক্য সম্পর্কে কথা বললে, বেতন প্রতি মাসে ৭২০ টাকা এবং বার্ষিক ৮৬৪০ টাকা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: Mangal Gochar 2023: মার্চ মাসে মঙ্গলের গমন, হোলির পর এই ৪ রাশির উপর হবে প্রবল অর্থের বৃষ্টি

ন্যূনতম মূল বেতনের হিসাব

যদি কর্মচারীর বার্ষিক বেতন ১৮,০০০ টাকা হয়। নতুন মহার্ঘ্য ভাতা ৪২ শতাংশ  অর্থাৎ প্রতি মাসে ৭,৫৬০ টাকা। পাশাপাশি বার্ষিক হবে ৯০,৭২০ টাকা। এখনও পর্যন্ত মহার্ঘ্য ভাতা ৩৮ শতাংশ অর্থাৎ প্রতি মাসে ৬,৮৪০ টাকা। অর্থাৎ প্রতি মাসে মধার্ঘ্য ভাতা বাড়বে ৭,৫৬০-৬,৮৪০=৭২০ টাকা। অর্থাৎ মহার্ঘ্য ভাতার বার্ষিক বৃদ্ধি হবে ৭২০x১২=৮,৬৪০ টাকা।

আরও পড়ুন: Surya Guru Yuti 2023: ১২ বছর পর ঘটবে সূর্য-বৃহস্পতির বিরল মিলন! অর্থের বৃষ্টি হবে এই তিন রাশির উপরে

সর্বোচ্চ মূল বেতনের হিসাব

যদি কর্মচারীর বার্ষিক বেতন ৫৬,৯০০ টাকা হয়। নতুন মহার্ঘ্য ভাতা ৪২ শতাংশ  অর্থাৎ প্রতি মাসে ২৩,৮৯৮ টাকা। পাশাপাশি বার্ষিক হবে ২,৮৬,৭৭৬ টাকা। এখনও পর্যন্ত মহার্ঘ্য ভাতা ৩৮ শতাংশ অর্থাৎ প্রতি মাসে ২১,৬২২ টাকা। অর্থাৎ প্রতি মাসে মধার্ঘ্য ভাতা বাড়বে ২৩,৮৯৮-২১,৬২২=২২৭৬ টাকা। অর্থাৎ মহার্ঘ্য ভাতার বার্ষিক বৃদ্ধি হবে ২২৭৬x১২=২৭,৩১২ টাকা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *