জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিয়ের পিঁড়িতে বসছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)! প্রেয়সীর সঙ্গে নিজের সংসারকে গুছিয়ে নেওয়ার জন্য ভ্যালেন্টাইনস ডে-কে (Valentines Day) বেছে নিলেন টিম ইন্ডিয়ার (Team India) অলরাউন্ডার! সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।
২০২০ সালে নাতাশা স্ট্যানকোভিচের (Natasa Stankovic) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অগ্য়স্ত নামে তাঁদের দুই বছর একটি সন্তানও রয়েছে। তবে করোনার কড়া বিধিনিষেধের জেরে হার্দিক ও নাতাশা একেবারে অল্প লোকের সমাগমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এখন করোনার চোখরাঙানি আর নেই বললেই চলে। নেই বিধিনিষেধও। একাধিক রিপোর্ট অনুযায়ী এবার তাই বন্ধুবান্ধবদের উপস্থিতি আবারও বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন হার্দিক-নাতাশা।
শোনা যাচ্ছে উদয়পুরে আয়োজিত হবে নাতাশা-হার্দিকের বৈবাহিক অনুষ্ঠান। সোমবার থেকেই সেই অনুষ্ঠান শুরু হয়েছে এবং মঙ্গলবার ভ্যালেন্টাইন্স ডের দিন দু’জন আবারও সাত পাক ঘুরবেন। এই উদ্দেশে ইতিমধ্যেই হার্দিক, নাতাশা, হার্দিকের দাদা ক্রুণালরা উদয়পুরের উদ্দেশে রওনা দিয়েছেন। সম্ভবত তারকা জুটির বিয়ের সাক্ষী থাকতে উদয়পুরে উড়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli), অনুষ্কা শর্মা (Anushka Sharma), কেএল রাহুল (KL Rahul), আথিয়া শেট্টিরা (Athiya Shetty)।
আরও পড়ুন:
আরও পড়ুন:
রাহুল ও আথিয়াও গত ২৩ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠেও নেমেছিলেন রাহুল। সেই টেস্টের অঙ্গ ছিলেন বিরাটও। মাত্র আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে প্রথম টেস্ট। দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে শুক্রবার ১৭ ফেব্রুয়ারি থেকে। হাতে এখনও বেশ খানিকটা সময় রয়েছে। তাই এই ফাঁকেই বন্ধু, সতীর্থ হার্দিকের বিয়েতে উপস্থিত থাকতে উড়ে গেলেন বিরাট, রাহুলরা।
করোনার সময় প্রেমিকা নাতাশা স্ট্যাঙ্কোভিচের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দেন তিনি। তারপরই জানা যায় চুপিসারে বাগদান পর্ব সেরে ফেলেছেন। মে মাসে লকডাউনের মধ্যেই আবার ভক্তদের জানিয়ে দেন, বাবা হতে চলেছেন তিনি। তখনও অবশ্য হার্দিকের বিয়ের খবর কেউ জানত না। পরে জানা যায়, লকডাউনের মধ্যে ঘরোয়া ভাবেই অন্তঃসত্ত্বা বান্ধবী নাতাশার সঙ্গে চারহাত এক হয়েছে তাঁর। সে বছরই স্ত্রী নাতাশা জন্ম দেন পুত্র সন্তানের। কিন্তু এবার নাকি ছেলে আগস্তকে কোলে নিয়েই নতুন করে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। কিন্তু কেন? তারকা দম্পতির মধ্যে কী এমন হল? সোশ্যাল মিডিয়ায় তাঁদের তো বেশ হাসি-খুশিই দেখায়।
এখানেই কাহানি মে টুইস্ট। পাত্রী আর কেউ নন, নাতাশাই। হ্যাঁ, প্রেমদিবসে নাকি ফের স্ত্রীকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক। কিন্তু আবারও নাতাশার সঙ্গে ছাদনাতলায় যাওয়ার শখ কেন হল ভারতীয় তারকার? শোনা যাচ্ছে, উদয়পুরে জমকালো অনুষ্ঠান করে সাত পাকে বাঁধা পড়তে চান দম্পতি। করোনা অতিমারীতে কার্যত চুপিসারেই রেজিস্ট্রি করে বিয়ে সেরেছিলেন। অনেক দিন ধরেই বন্ধুবান্ধব পরিজনদের আমন্ত্রণ জানিয়ে ধুমধাম করে বিয়ের কথা ভাবছিলেন। তাই এবার প্রেমদিবসেই ভালভাবে বিয়ে সেলিব্রেট করছেন এই সেলিব্রেটি দম্পতি।