ঘটনায় প্রত্যক্ষদর্শী রায়দিঘি (Raidighi) বিধানসভার ৫ নং মণ্ডল কমিটির সভাপতি প্রেমানন্দ জানা বলেন, এলাকায় সম্প্রতি বিজেপির পক্ষ থেকে ‘মোদী কাপ’ অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে জেলা সভাপতি আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েও কথামতো টাকা দেননি বলে অভিযোগ তাঁর। এমনকি ‘মোদী কাপ’ অনুষ্ঠানে প্রথম পুরষ্কার দিয়েছিলেন এলাকার বাসিন্দা নিমাই পাল। তাঁর থেকেও টাকা নিয়েছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য বলে অভিযোগ। আর সেই টাকা চাইতে গেলে জেলা সভাপতি নিমাই পাল এর পায়ে ধরতে যান। সেই মুহুর্তের ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
ভিডিয়োতে দেখতে পাওয়া যায়, নিমাই পালের বাড়িতে গিয়ে টাকা ফেরত দিতে না পারায় হাতে পায়ে ধরছেন বিজেপি জেলা সভাপতি। বিজেপি কর্মীর অভিযোগ, তিনি মোট দেড় লাখ টাকা ধার দিয়েছিলেন। অর্থের বিনিময়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কিন্তু কথামতো দলীয় পদ পাননি বলে দাবি করেন নিমাই পাল। এরপর তিনি বিষয়টি বিজেপির উচ্চ নেতৃত্বকে জানান। এরপরেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় জেলা বিজেপির অন্দরে। মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য অর্থ ফেরত দিতে না পেরে নিমাই পালের বাড়িতে গিয়ে দেখা করেন। তাঁকে অনুনয় করতেও দেখা যায়।
বিষয়টি নিয়ে জেলা বিজেপির কেউ মুখ খুলতে চাননি। মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য নিজেও কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে বিজেপির জেলা কমিটির সহ সভাপতি সাথী মিত্র বলেন, “এরকম একটি ভিডিয়ো যখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে, তখন নিশ্চয়ই কিছু একটা হয়েছে। বিষয়টি নিয়ে দলের উচ্চ নেতৃত্ব ব্যবস্থা নিক, এটাই আবেদন জানাবো।” তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতৃত্ব। বিজেপিতে সমস্ত দলীয় পদ টাকার বিনিময়ে হয় বলে কটাক্ষ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।