BJP Leader Video : টাকা নিয়েছিলেন দলের কর্মীর কাছ থেকে! ফেরত চাইতেই জেলা সভাপতি বললেন, ‘মাফ করো…’ – mathurapur bjp leader video is trending on social media controversy starts


South 24 Parganas News : বিজেপি কর্মীদের পায়ে ধরছেন দলেরই জেলা সভাপতি। সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল নেট মাধ্যমে। যার জেরে শোরগোল পড়েছে বিজেপির মথুরাপুর (Mathurapur) সাংগঠনিক জেলায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়। আর সেই ভিডিয়োতে দেখা গিয়েছে মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিজেপি কর্মীদের পায়ে ধরছেন। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতিকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

TMC Leader Dance Video: সামনে স্বল্পবসনা তরুণী, টাকা উড়িয়ে নাচছেন তৃণমূল নেতা! ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক
ঘটনায় প্রত্যক্ষদর্শী রায়দিঘি (Raidighi) বিধানসভার ৫ নং মণ্ডল কমিটির সভাপতি প্রেমানন্দ জানা বলেন, এলাকায় সম্প্রতি বিজেপির পক্ষ থেকে ‘মোদী কাপ’ অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে জেলা সভাপতি আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েও কথামতো টাকা দেননি বলে অভিযোগ তাঁর। এমনকি ‘মোদী কাপ’ অনুষ্ঠানে প্রথম পুরষ্কার দিয়েছিলেন এলাকার বাসিন্দা নিমাই পাল। তাঁর থেকেও টাকা নিয়েছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য বলে অভিযোগ। আর সেই টাকা চাইতে গেলে জেলা সভাপতি নিমাই পাল এর পায়ে ধরতে যান। সেই মুহুর্তের ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

TMC Conflict : ‘মদ বিক্রি’ নিয়ে মালদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যুব নেতার বাড়িতে হামলার অভিযোগ
ভিডিয়োতে দেখতে পাওয়া যায়, নিমাই পালের বাড়িতে গিয়ে টাকা ফেরত দিতে না পারায় হাতে পায়ে ধরছেন বিজেপি জেলা সভাপতি। বিজেপি কর্মীর অভিযোগ, তিনি মোট দেড় লাখ টাকা ধার দিয়েছিলেন। অর্থের বিনিময়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কিন্তু কথামতো দলীয় পদ পাননি বলে দাবি করেন নিমাই পাল। এরপর তিনি বিষয়টি বিজেপির উচ্চ নেতৃত্বকে জানান। এরপরেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় জেলা বিজেপির অন্দরে। মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য অর্থ ফেরত দিতে না পেরে নিমাই পালের বাড়িতে গিয়ে দেখা করেন। তাঁকে অনুনয় করতেও দেখা যায়।

Aroop Biswas : ‘সাজানো মঞ্চে নাটক…’, কুমারগঞ্জে ‘দিদির দূত’ অরূপ বিশ্বাসের সফরকে কটাক্ষ বিজেপির
বিষয়টি নিয়ে জেলা বিজেপির কেউ মুখ খুলতে চাননি। মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য নিজেও কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে বিজেপির জেলা কমিটির সহ সভাপতি সাথী মিত্র বলেন, “এরকম একটি ভিডিয়ো যখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে, তখন নিশ্চয়ই কিছু একটা হয়েছে। বিষয়টি নিয়ে দলের উচ্চ নেতৃত্ব ব্যবস্থা নিক, এটাই আবেদন জানাবো।” তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতৃত্ব। বিজেপিতে সমস্ত দলীয় পদ টাকার বিনিময়ে হয় বলে কটাক্ষ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *